আমাদের কথা খুঁজে নিন

   

২১৯ রানের লিড ভারতের

মাত্র ৮৩ রানেই ভারত হারিয়েছিল ৫ উইকেট। সাজঘরে ফিরেছিলেন টেন্ডুলকারও। ইডেন গার্ডেনে লিটল মাস্টারের বিদায়ী টেস্টটাতে যেন নেমেছিল শোকের ছায়া। কিন্তু সেই বিপর্যয় ভারত শুধু সামলেই ওঠেনি, ম্যাচের নিয়ন্ত্রণও এখন পুরোপুরি তাদের হাতে। রোহিত শর্মা আর রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি, সপ্তম উইকেটে ২৮০ রানের জুটি গড়ে ভারতকে এনে দিয়েছেন ৪৫৩ রানের বড় সংগ্রহ।

প্রথম ইনিংসে ভারত এগিয়ে গেছে ২১৯ রানে।
সপ্তম উইকেটে ১৯৮ রানের জুটি গড়ে গতকালই ভারতকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন রোহিত আর অশ্বিন। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার পর ১২৭ রানে অপরাজিত থাকা রোহিতের সামনে ছিল আরও বড় কিছুর হাতছানি। ছাড়িয়ে যেতে পারতেন ভারতের পক্ষে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান (১৮৭) করার শিখর ধাওয়ানের রেকর্ডটি। হতে পারতেন প্রথম ভারতীয় হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির মালিকও।


অনেক কাছাকাছি চলেও গিয়েছিলেন আজ তৃতীয় দিনে। কিন্তু ১৭৭ রানের মাথায় আউট হয়েছে রোহিত। গতকাল ৯২ রানে অপরাজিত থাকা অশ্বিন অবশ্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ‘অলরাউন্ডার’ হয়ে ওঠার পথে আরেকধাপ এগোলেন। শিলিংফোর্ডের শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ১২৪ রান।
রোহিত আর অশ্বিন আউট হওয়ার পর অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি ভারত।

১৭ রানে পড়েছে ভারতের শেষ চার উইকেট। এর মধ্যে ৯ রানের মধ্যেই ভারত হারিয়েছে শেষ তিনজনকে। ভারতকে ঘূর্ণি দিয়ে কাঁপিয়ে দেওয়া শিলিংফোর্ড শেষ পর্যন্ত ১৭৬ রানে নিয়েছেন ৬ উইকেট।
প্রথম ইনিংসে ২১৯ রানের বড় লিড নেওয়ার পর এখন হয়তো জয়ের সুবাতাসই পাচ্ছে ভারত। কিন্তু মধ্যমনি টেন্ডুলকার যে থেকে যাচ্ছেন আড়ালেই।

প্রথম ইনিংসে ব্যর্থতার পর লিটল মাস্টার কি পাবেন দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠার সুযোগ? ভারতীয় বোলাররা যদি দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দেয় তাহলে হয়তো ব্যাট হাতে মাঠে নামার আগেই শেষ হয়ে যাবে টেন্ডুলকারের ১৯৯তম টেস্টটি!
সেই ধরনের দৃশ্যপটের সূচনাও ইতিমধ্যে করে ফেলেছেন ভুবনেশ্বর কুমার। ১০ম ওভারেই সাজঘরে ফেরত পাঠিয়েছেন উদ্বোধনী জুটির ৩৩ রানের সবগুলোই একাই করা ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ স্কোর ১ উইকেটে ৫৪ রান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।