আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসবে আটটি চলচ্চিত্র

হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এই দিনটি উদ্যাপনের জন্য নানা কর্মসূচি নিয়েছে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম। দিনটিকে এরই মধ্যে ‘হিমু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আয়োজন করা হয়েছে ‘হিমু মেলা’। হুমায়ূন আহমেদের চলচ্চিত্র নিয়ে যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাতে হবে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব’।

এ উপলক্ষে ১২ ডিসেম্বর বেলা তিনটায় যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমায় হবে ‘রেড কার্পেট’ অনুষ্ঠান। এখানে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদের ছবির শিল্পী ও কলাকুশলীরা।
হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসবের জন্য চূড়ান্ত করা হয়েছে সাতটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে হুমায়ূন আহমেদ পরিচালিত আগুনের পরশমনি, দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, নয় নম্বর বিপদ সংকেত ও আমার আছে জল এবং তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ। চলচ্চিত্রগুলোর প্রদর্শনী শুরু হবে ১৪ নভেম্বর।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.