আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটুর নতুন লিগামেন্ট!

মানবদেহের হাঁটুতে নতুন একটি লিগামেন্টের সন্ধান পাওয়া গেছে। বেলজিয়ামের দুজন শল্যচিকিৎসক এই দাবি করেছেন। এ আবিষ্কার বিশেষ করে বিশ্বজুড়ে খেলোয়াড়দের হাঁটুতে আঘাতের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে।
চিকিৎসাবিজ্ঞান সাময়িকী জার্নাল অব অ্যানাটমি এ গবেষণা-নিবন্ধটি প্রকাশ করেছে।
লিগামেন্ট হচ্ছে শক্ত টিস্যু, যা একাধিক হাড়কে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখে। এই আবিষ্কার হাঁটুর সংযোগের বিষয়টি আরও ভালো করে বুঝতে শল্যচিকিৎসকদের জন্য সহায়ক হবে। তবে হাঁটুবিশেষজ্ঞরা জানিয়েছেন, লিগামেন্ট সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি না, তা দেখতে হবে। বিবিসি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।