আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটি বিজ্ঞানই দেহ বিষয়ক বিজ্ঞান

মশিউর রহমান

“এ পৃথিবীতে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিটি বিজ্ঞানই দেহ বিষয়ক বিজ্ঞান।মৃত্যুর দ্বারা অতিক্রম করে অর্জিত যে বিজ্ঞান সেটি হচ্ছে আত্নার বিজ্ঞান। "আমি আল্লাহ" এই বিজ্ঞান সম্পর্কে জানা হচ্ছে দেহের বিজ্ঞান কিন্তু "আল্লাহ হওয়া" হচ্ছে আত্নার বিজ্ঞান। প্রদীপের আলো ও আগুন দেখা দেহের বিজ্ঞান আর সেই প্রদীপ শিখায় প্রজ্জ্বলিত হওয়া আত্নার বিজ্ঞান। যা কিছু অভিজ্ঞতার দ্বারা অর্জিত হয় তা আত্নার বিজ্ঞান আর যা কিছু জ্ঞানের উপরে ভিত্তি করে অর্জিত তা দেহের বিজ্ঞান।‘ …………………হযরত মাওলানা জালালুদ্দীন রুমী (রা জ্ঞান যে দেহ ভিত্তিক তা আমরা মুসলিম সুফি ও আধ্যত্নবাদের স্বিদ্ধ পুরুষ মাওলানা রুমীর এ বক্তব্য হতে অনেকটা আঁচ করতে পারি। পবিত্র কোরআন শরিফের প্রতিটি হরফ কিন্তু মানবদেহের ভিতর-বাহির বিভিন্ন অঙ্গ-পতঙ্গের সাদৃশ্য। যা আছে বিশ্ব-ব্রমান্ডে তা আছে নিজ দেহ ভান্ডে.............বাউল বাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.