আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুর গেল কেমনে?

..............................

একটা জিনিস ঠিক বুঝতে পারছিনা! বিআরটিসির একটা ঢাকা-নরসিংদী রুটের গাড়ি পুড়ানো হয়েছে। বলেন দেখি কোথায়? আজিমপুরে!!! জি ভাই! আজিমপুরে! ঢাকা-নরসিংদী রুটের গাড়ি আজিমপুরে কি করে? সব সম্ভবের দেশেও আজব লাগে মাঝে মাঝে! চলুন একটা নাগরিক তদন্ত তদন্ত খেলি! কি কি কারনে এই ডাবল ডেকার বাস আজিমপুর যেতে পারে? এক - জ্যামের কারনে জায়গা না থাকায় গাড়ি ঘুরাইতে আজিমপুর গেলো? দুই - গাড়ির চালকের বাড়ি আজিমপুর, তাই খাইতে অথবা ছাড়তে গেলো? তিন - গাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল ইডেনের, নামায় দিতে গেলো? চার - গাড়ির চালকের বাড়ি আজিমপুর, ব্যাটা নতুন বিয়া করসে! পাঁচ - চালক আজিমপুর কবরস্তানে তাঁর ওস্তাদের কবর জিয়ারত করতে গেলো? ছয় - গণজাগরণ মঞ্চে ঘুরপথে যাওয়ার চেষ্টা করছিল! সাত - চালক নরসিংদীর। প্রথম ঢাকায় আসছে গাড়ি চালায় এবং পথ হারাইসে! আঁট - আজিমপুর কলোনিতে চালকের পরকিয়ার প্রেমিকা থাকেন! নয় - বলাকা সিনেমা হলে "নিঃস্বার্থ ভালোবাসা" দেখতে যাচ্ছিল! দশ - চালক সানি লিওন না থুক্কু সানি দেওলের "মে নিকলা গাঁডডি লেকে" শুইনা ইন্সপাইরড, সো 'যাইতাসি যাইতাসি কই যাইতাসি জানিনা' মুডে গাড়ি চালাইতে চালাইতে আজিমপুর আইসা হাজির, এগার - মউদুদ, এম কে আনোয়ার আর রফিকুল ইসলাম মিয়ার সাথে খালেদা জিয়াকে হত্যা করার প্লান করতে নিউমার্কেট যাচ্ছিল! বারো - কাঁটাবনে জাপানি কুত্তা কিনতে যাচ্ছিল! তেরো - নীলক্ষেতে নীল বই কিনতে যাচ্ছিল! চোদ্দ - এইটা আওয়ামী লীগ সরকার করাইসে! বিএনপিকে দাঙ্গাবাজ প্রমান করার জন্য! আপনাদের কি মনে হয়? কোনটা ঠিক? কোনটা বেশী লজিকাল? সরকারতো আর এইটার তদন্ত করবে না! এইটা একটু খোঁজ খবর নেয়া দরকার! আমি তো আমার সীমিত পরিসরে অল্প একটু তদন্ত তদন্ত খেললাম! আপনারাও একটু খেলে দেখেন না। প্লীজ! btw আল্লাহ্‌র লানত পড়ুক ওদের উপর যারা আগুনে পুরাইয়া মানুষ মারে! ১২ জন মারুক আর এক জন, কারো মাফ নাই! সুত্রঃ নুরুল কবির, বাংলাভিশন টকশো, ১২:১০ এ এম, ১০ই নভেম্বর আরেকটি সন্দেহজনক খবরঃ Click This Link Click This Link target='_blank' >নুরুল কবিরের ভিডিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।