আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটের গল্প- সবচেয়ে বড়।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ব্লগ। সে কত আগের ঘটনা, যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। সেদিনও স্কুল থেকে বাড়ি ফিরেছি। যথারীতি সন্ধ্যার পর বাবা আমাকে নিয়ে পড়ার টেবিলে বসলেন।

জানতে চাইলেন আজ স্কুলে কি শিখলাম। বললাম ,আজ মেডাম পড়ালেন সবচেয়ে বড় মহাদেশ কোনটি, সবচেয়ে বড় গ্রহ কোনটি, সবচেয়ে প্রশস্ত আর দীর্ঘতম নদী কোনটি ইত্যাদি। আর বললেন- বড় হতে হলে অনেক পড়তে হবে। পড়লে ভালো রেজাল্ট হবে, বড় চাকুরি পাবো, ধনে আর মানে অনেক বড় হবো। বাবা বললেন আজতো তাহলে দারুন পড়েছো।

এগুলো জানা খুবই ভালো। কিন্তু সবচেয়ে বড় আরেকটি জিনিস আছে। সেটা সম্পর্কেও জানা খুব জরুরি। এই যে তোমার পড়ার টেবিল, তার চেয়ে বড় হলো এই ঘর, এই ঘরের চেয়ে বড় আমাদের গ্রাম, তার চেয়ে বড় হলো শহর, শহরের চেয়ে বড় দেশ, দেশের চেয়ে বড় মহাদেশ ,এর চেয়ে বড় আমাদের এ পৃথিবী, এরকম বড় বড় আছে কত গ্রহ, কত নক্ষত্র। এই মহাবিশ্ব কত বড় তা আজও অজানা।

এই মহাবিশ্বের অধিপতি শ্রষ্টা ,বিধাতা। এবার চিন্তা করো উনি কত বড়। তোমার মাঝেও এমন একটি জিনিস আছে যা অনেক অনেক বড় যেখানে বিধাতা বসে থাকেন। সেটা হলো তোমার মন, তোমার হৃদয়। তোমার মনটাকে যে তুমি কত বড় করতে পারো- তার কোনো সীমা পরিসীমা নেই।

এই যে, আকলিমার ছেলে- শীতে কাঁপছিলো। তাকে তুমি তোমার সোয়েটারটা দিলে, বুকে জড়িয়ে ধরে বাসায় নিয়ে এসে তোমার সাথে খাবার টেবিলে বসালে তাতে তোমার মনটা অনেক অনেক বড় হয়ে গেলো। গতকাল যে বৃদ্ধা মহিলা- নিজের অসুস্থ ছেলের জন্য কাঁদছিলো। তাকে তোমার বুকের পরম ভালোবাসায় তার চোখটা যে তুমি মুছে দিলে এতে তোমার হৃদয় অনেক বড় মহাসাগেরর চেয়েও বড় হয়ে গেলো। মনটাকে বড় করা যায় অপার ভালোবাসা দিয়ে।

আবার এই মন ছোট কালো তিলের চেয়ে ছোট হয়ে যায় যখন মানুষের মনে ঘৃনা বাস করে। মানুষ হয়ে যায় লোভী ,অসত আর স্বার্থপর যখন সে শুধু নিজেরটাই চিন্তা করে। বাবা বলেছিলেন, খোকা ধনে নও,মনে বড় হও, মানুষকে ভালোবাসা দিয়ে পূন্য করো সন্চয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।