আমাদের কথা খুঁজে নিন

   

খুলনার ১০ জেলায় পৌঁছেছে ব্যালট বাক্স ভোটার তালিকা আগামী সপ্তাহে

দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করতে প্রয়োজনীয় স্বচ্ছ ব্যালট বাঙ্ খুলনা বিভাগের ১০ জেলায় পৌঁছেছে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী সপ্তাহের মধ্যে পৌঁছবে। শীঘ্রই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণও দেওয়া হবে। ইতিমধ্যে খুলনার ৬টি সংসদীয় আসনে ৭৩৯টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৫৭১টি বুথ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আর খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ৪ হাজার স্বচ্ছ ব্যালট বাঙ্ এবং ১ লাখ ৪০ হাজার লক পোঁছে গেছে।

জানা যায়, গত সপ্তায় খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে ৪ হাজার স্বচ্ছ ব্যালট বাক্স পৌঁছেছে। এর মধ্যে খুলনা জেলায় ৪৯৬টি, সাতক্ষীরায় ৬৪৪টি, বাগেরহাটে ২৪০টি, যশোরে ২৩৯টি, ঝিনাইদহে ২৪০টি, নড়াইলে ২৬০টি, কুষ্টিয়ায় ৭২০টি, চুয়াডাঙ্গায় ৫২০টি, মাগুরায় ২৪০টি, মেহেরপুরে ২০০টি স্বচ্ছ ব্যালট বাঙ্ নতুন করে সরবরাহ করা হয়েছে। এ জেলাগুলোতে পূর্বের স্বচ্ছ ব্যালট বাক্স ও রয়েছে। এ ছাড়াও খুলনায় ৪০ হাজার, নড়াইলে ১৭ হাজার ও বাগেরহাটে ৩৬ হাজার লক দেওয়া হয়। আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনা বিভাগের চূড়ান্ত ভোটার তালিকা আনা হবে।

খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মলি্লক বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যক স্বচ্ছ ব্যালট বাক্স পৌঁছেছে। শীঘ্রই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। এদিকে সর্বশেষ হিসাব অনুযায়ী খুলনায় ভোটার বেড়েছে ১ লাখ ৫৯ হাজার ১৮৭ জন। ভোট কেন্দ্র বেড়েছে ৩২টি এবং বুথ বেড়েছে ৩১৬টি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।