আমাদের কথা খুঁজে নিন

   

“শান্তির অন্বেষায়”-এর সহযাত্রী হিসাবে আপনাকে পাশে চা

আমার লেখা পড়ে..................

লাখো শহীদের রক্তস্নাত বীর প্রসবিনী বাঙলায় আবার হিংস্র শ্বাপদের উম্মুক্ত আস্ফলন শুরু হয়েছে । আজকের এই বাংলাদেশ এক শ্রেণীর রক্ত পাগল প্রেত-পিশাচের থাবায় আবার জর্জরিত । বাঙলা, বাঙ্গালীর ইতিহাসের সবচাইতে গৌরবজ্জল যে অধ্যায়, সেই একাত্তরে পরাজিত এই সব মানুষ জন্তু আজ দেশের সরলপ্রাণ, ধর্মপ্রাণ এবং শান্তিকামী মানুষের শান্তি বিনাশের জন্য সদা তৎপর। একাত্তরে পরাজিত জামাত শিবির আজও তাদের হিংস্র থাবা গুটিয়ে নেয়নি, যার প্রমাণ তাদের গণ বিরোধী কর্মকান্ড । তাদের নিলর্জ্জ স্বার্থ উদ্ধারের জন্য তারা মিথ্যা প্রচারণার জন্য ব্যাবহার করছে মসজিদ, মক্কার গিলাপ পরিবর্তনের ছবিকে এডিট করে তারা তাদের নেতাদের মুক্তির জন্য মক্কার আলেমদের প্রতিবাদ বলে চালাচ্ছে ! চাদে দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে বলে তারা সরল ও ধর্ম প্রাণ মানুষকে বিভ্রান্ত করে হিংসাত্নক কার্জে প্রচোরিত করছে ।

ইসলামকি মিথ্যা সমর্থণ করে ?! কখনওই না ! ইসলাম মিথ্যাকে ঘোষনা করেছে পাপের প্রবেশ দার হিসাবে । হরতালের নামে জ্বালিয়ে দিচ্ছে পরিবহন, মানুষ, শিশু । চির তরে অন্ধ হচ্ছে ছাত্র-ছাত্রী । ককটেলের আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে মানুষ, শিশু । ক্রমেই বাড়ছে মানুষের লাশের মিছিল ।

এরা যে ভাবে শান্তি বিনষ্ট করছে, মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে অপব্যাবহার করছে, মানুষ হত্যা করছে/করাচ্ছে, নাশকতার কাজে ব্যাবহার করছে ধর্ম ,মসজিদ, শিশু, নারী, যে ভাবে মানুষকে জ্বালিয়ে দিচ্ছে, সারা দেশ ব্যাপী চালাচ্ছে হিংসাত্নক কর্ম কান্ড তা রোধ করার জন্য এ মুহূর্তে আমাদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলা একান্ত দরকার । বাঙলার আপামর আবাল বৃদ্ধ বনিতার প্রতি আমাদের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনা স্নাত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ঐক্য বদ্ধ হই । জনতার সম্মিলিত শক্তিই কেবল পারে এ সব রক্তচোষা, ধর্মদ্রোহী-রিয়াকর,হায়নাদের রুখে দিতে । ৭১-এ জনগনের ঐক্য বদ্ধ শক্তিই রুখে দিয়েছিল এসব “না” মানুষদের, এ সব ধর্ম ব্যাবসায়ীদের, এ সব নর পিশাচদের । জনগনের ঐক্যবদ্ধ চেষ্টায় রুখে দিতে পারে এ সব দানবদের ।

ফিরিয়ে আনতে পারে বাংলাদেশের শান্তি । আমরা ঐক্যবদ্ধ করতে চাই দেশের সকল মানুষকে, সকল সংগঠনকে, সকল ভাবনাকে, সকল ধার্মিককে, সকল মাতাকে, সকল পিতাকে, সকল সন্তানকে । তাই “শান্তির অন্বেষায়” আমরা ঘুরে বেড়াতে চাই দেশের সকল প্রান্তে । “শান্তির অন্বেষায়”-এর সহযাত্রী হিসাবে আপনাকে পাশে চাই । https://www.facebook.com/shantir.onneshay


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।