আমাদের কথা খুঁজে নিন

   

কিল অর বি কিলড / অসাধারণ অ্যানড্রয়েড গেম উইথ ফুল রিভিউ

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন । আসলে প্রথম টিউন বলাই মনে হচ্ছে যথাযথ ।
বর্তমানে যুগ হচ্ছে থার্ড জেনারেশন এর যুগ । অ্যানড্রয়েড তো হাতে হাতে । 3G এসে পরেছে প্রায় ।

প্রায় বলার কারন হচ্ছে, স্বল্প কিছু স্থানে 3G কাভারেজ রয়েছে । আশা করছি খুব দ্রুত ই সারাদেশ কাভার করবে মোবাইল অপারেটর গুলো ।
সে যাই হোক, আমাদের প্রিয় অ্যানড্রয়েড ফোনে কত অ্যাপস আর গেমস ই তো আমরা ব্যবহার করি । অনেকে আছি গেমস খেলতে খেলতে মোবাইল গরম বানিয়ে ফেলি । আর যারা যারা এখন ও আপনার প্রিয় অ্যানড্রয়েড টি গরম বানাতে পারেন নাই, তাদের জন্য আজকের আমার এই টিউন ।


আমি আজকে যেই গেম টি নিয়ে টিউন করবো, সেটা হচ্ছে একটি অ্যাকশন, শুটিং আর থ্রিলিং এ ভরপুর । আসলে আপনি যদি পসন্দ করেন “কল অফ ডিউটি”, “ফার ক্রাই” অথবা এই টাইপের গেম, তাহলে এই টিউনটি আপনার মিস করা উচিত হবে না । প্রিয় অ্যানড্রয়েড এ একটি অস্থির মাল্টি প্লেয়ার গেম এর মজা নিতে পড়তে থাকুন ।
অসাধারণ গেম টির নাম হচ্ছে “রেসপাউনেবল” – Respawnables । আমার দেখা সব চাইতে অসাধারণ একটি অ্যানড্রয়েড গেম এটি ।


আপনাকে প্রতিবার ১/২ ঘণ্টা মোহে ডুবিয়ে রাখতে পারে কিলিং এ অ্যাডিকটিং এই গেম টি । অসাধারণ গ্রাফিক্স আর সাউন্ড আপনাকে মুগ্ধ করবেই । গেম টি খেলার সময় অবশ্যই হেড ফোন ব্যবহার করবেন । তাহলে সব চাইতে ভাল কোয়ালিটির সাউন্ড পাবেন আর গেম এর ভিতর আপনি নিজে এ ঢুকে যেতে পারবেন ।

গেমটির কাহিনি আপনাদের বলে নেই একটু ।

আসলে এটি একটি সিঙ্গাল প্লেয়ার এবং মাল্টি প্লেয়ার গেম । আপনি আপনার ইচ্ছা মত খেলতে পারবেন । আপনার একটি ক্যারেক্টার দেয়া থাকবে । ক্যারেক্টার পরিবর্তনের সুযোগ আপনি পাচ্ছেন না, তবে আপনার ক্যারেক্টার টিকে বিভিন্ন লেগস, হেড, বডি আর উইপন্স দিয়ে সাজাতে পারেন এক অন্য রুপে ।
প্রচুর লেগস, হেড, বডি আর উইপন্স রয়েছে আপনাকে মাতিয়ে রাখতে ।

এগুলো অবশ্য আপনাকে কিনে নিতে হবে টাকা দিয়ে । ভয় পাবেন না, আসল টাকা না, গেম থেকে অর্জিত টাকা :p অবশ্য আপনাকে কিছু কিছু জিনিস আসল টাকা দিয়ে ই কিনতে হবে, তবে ওটা আপনার উপর । বাঙালি আবার টাকা খরচ করে নাকি :p দেশপ্রেমিকরা মাইন্ড কইরেন না । মজা নিলাম । আসলে আসল টাকা দিয়ে গুটি কয়েক জিনিস কিনতে হয়, ওটার কোন প্রয়োজন ই নাই ।


যাই হোক, আপনাকে আপনার অর্জিত গেম এর টাকা দিয়ে কিনতে হয়ে উইপন্স । নতুন নতুন মাথা নষ্ট সব উইপন্স পাবেন আপনি ।
যদি আপনার পসন্দ হয় নিরসব্দে মারবেন প্রতি পক্ষকে, তাও পারবেন, আবার যদি চান গ্রেনেড মেরে ধুমা ধুমা করে দিবেন তাও পারবেন । পারবেন অনেক দূর থেকে শত্রুকে ঘায়েল করতে আবার বহু দূর থেকে মাথার খুলি ও উরিয়ে দিতে পারবেন । প্রচুর উইপন্স পাবেন আপনি ।

তবে আমার পসন্দ হচ্ছে বোমা মেরে ধুমা ধুমা করা । এক বোমে শত্রুকে উরিয়ে গুরিয়ে দেয়া

শুধু কি উইপন্স !! এছাড়াও আপনি পাচ্ছেন শত্রুকে বাটে ফেলার জন্নে বিভিন্ন বিভিন্ন “গেটজেট” । এত এত “গেটজেট” যে আপনি শেষ ও করে পারবেন না কোনদিন । এক একটা “গেটজেট” এর ক্ষমতা এক এক রকম । আপনি চলার পথে ফেলতে পারেন “মাইন্স”, শত্রু উপরে পা দেবার সাথে সাথেই ধপাশ ।


আবার ফেলতে পারেন “ফেক মেডেল” যাতে করে শত্রু হয়ে যাবে বিভ্রান্ত । আপনি হয়ে যেতে পারেন “ইনভিজিবল” । হতে পারেন “ইমমরটাল” । এরকম হাজারো “গেটজেট” দিয়ে ভরা এই গেম । শুধু খুজে নিন নিজ দায়িত্তে ।


গেম টির কিছু গুরুত্বপূর্ণ নিয়ম গুলো বলি এবার । গেম এ আপনার কোন মৃত্যু নাই । অর্থাৎ ৩/৪ মিনিট এর মিশনে আপনি যত বার মরবেন, ঠিক তত বার ই জীবিত হবেন । আর আপনার গুলির কোন শেষ নাই । শুধু রিলোড করবেন আর করবেন ।

অটো রিলোড হবে আপনার উইপন্স । কিন্তু আপনি যদি চান আগে থেকেই রিলোড করে রাখতে, তাহলে গেম রানিং অবস্তাতে স্ক্রীন এর উপরে একদম ডান কোনের বাটনে চেপে অটো রিলোড হবার আগেই নিজে রিলোড করে নিতে পারেন । আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিসয় হচ্ছে “মেডেল” সংগ্রহ । আপনি কাউকে মারলে, সে একটি মেডেল রেখে যাবে, আপনার সেটি কালেক্ট করতে হবে । আপনি মেডেল সংগ্রহ এবং শত্রু মারার উপরে স্কোর পাবেন এবং এই স্কোরের ভিত্তিতেই গেম এ আপনার অবস্থান ১ম,২য়, ৩য় ইত্যাদি হবে ।


গেমটি আপনি দুইটি মোডে খেলতে পারবেন । সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টি প্লেয়ার । আগে বলি সিঙ্গেল প্লেয়ার নিয়ে । যদি আপনি গেম রান করেন, “মিশনস” নামে একটি অপশন পাবেন । সেখান থেকে স্টেজ নির্বাচন করে খেলতে হবে আপনাকে ।

তবে সাধারন ভাবে আপনাকে একা কিংবা সিঙ্গেল ই খেলতে হবে । যাকে খুশি, তাকেই মারতে পারবেন আপনি । বাকিরাও আপনাকে মারবে , তাই সাবধান ।

মাল্টি প্লেয়ার অপশন টি তখন ই আসবে, যখন আপনি যুক্ত থাকবেন ইন্টারনেট এ । সারা পৃথিবীর বিভিন্ন দেশের রিয়েল প্লেয়ারদের সঙ্গে খেলতে পারবেন আপনি ।

ইন্টারনেট এ “টিম” এ অথবা একা খেলতে পারবেন আপনি । তবে দুটি ই রিয়েল প্লেয়ার দের সঙ্গে, রিয়েল টাইম ব্যাটেল হবে ।
মাল্টি প্লেয়ার গেম এর এক অসাধারণ অনুভুতি আপনি পাবেন । ভাই, আমার লাইফ এ প্রথম মাল্টি প্লেয়ার অনলাইন গেম এটি ই । অনেক গেম এ ই মাল্টি প্লেয়ার আছে কিন্তু খেলতে পারি নাই ।

হয়ত গেম টি ক্র্যাক করা থাকে কিংবা ইন্টারনেট স্পীড এর কারনে খেলা হয়ে ওঠে নাই । কিন্তু “রেসপাউনেবল” এর মজাই হচ্ছে এখানে । আপনার 2G ইন্টারনেট দিয়ে ই আপনি খেলতে পারবেন রিয়েল প্লেয়ার দের সঙ্গে । খুব বেশি নেট লাগে না । তবে তাও বুঝে ব্যবহার করবেন ।

আমি Suggest করবো ৫১২ কেবিপিএস এর ইন্টারনেট, গেমটি অনলাইনে খেলার জন্য ।
আমি আসলে আমার ল্যাপটপ এর ৫১২ কেবিপিএস ইন্টারনেট কে ওয়াইফাই করে গেমটি খেলি । আপনারাও এমনটি করতে পারেন । অনলাইন এ খেললে আপনারা টু টাইমস বেশি টাকা পাবেন সাধারনের তুলনায় ।
এর পরে আসি “গোল্ড” প্রসঙ্গে ।

গেম টি তে গোল্ড এর অনেক ভ্যালু । কারন গোল্ড ছারা আপনি অনেক ভাল এবং দামি অস্ত্র এবং “গেটজেট” ই কিনতে পারবেন না । যদিও আমার পছন্দের উইপন্স হচ্ছে Level 30 এর টা এবং এটা টাকা দিয়ে ই কিনতে হয় ।
আপনি ৩ ভাবে ফ্রী গোল্ড পেতে পারেন -
প্রথম, এক টানা ৫ দিন যদি আপনি গেম টি খেলেন, দিনে অন্তত এক বার ও, তাহলে আপনি পঞ্চম দিনে পাবেন ৫ টি গোল্ড ।
দ্বিতীয়, মিশনস গুলো কমপ্লিট করে ।

৫ টি মিশনস কমপ্লিট করলেই আপনি পাবেন ৫ টি গোল্ড । বলে রাখা ভাল, শুধু অফ লাইনেই মিশনস পাবেন ।
তৃতীয়, বাম পাশে, নিচে দেয়া গোল্ড বাটনে ক্লিক করে, ওদের দেয়া অফার গুলো ব্রাউস করে ।
আর আপনারা অবশ্যই ফেসবুক এ আপনাদের একাউন্ত এ লগইন করে রাখবেন গেমটি দিয়ে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের ও ইনভাইট করে এক সাথে টিম বানিয়ে খেলতে পারবেন চমৎকার এই গেমটি । আর সব চাইতে বড় বেনিফিট হচ্ছে, আপনার গেম প্রোগ্রেস অনলাইন এ অটো সেভ হয়ে যাবে ফলে পরবর্তীতে গেমটি আনইন্সটল করলেও, পরে ফেসবুক এ লগইন করার সাথে সাথে সব ডাটা ফিরে পাবেন ।



গেমটি একটু বড় (একটু) । তাই Ram মোটামুটি ৫১২ হলে ই আপনি এই অসাধারণ গেমটির স্বাদ আস্বাদন করতে পারবেন । তবে রিকোমেনডেড হচ্ছে ১ জিবি Ram ।
তবে মজার বেপার হল আমার এক ছোট ভাই ২৫৬ মেগা Ram নিয়ে ই গেমটি খেলছে । তবে ২৫৬ এবং ৫১২ মেগা Ram ব্যবহারকারী ভাইদের বলতে চাই আপনারা অবশ্যই বাড়তি সমস্ত গেম আর অ্যাপস আনইন্সটল করে নিবেন ।

তাহলে গেমটি কোন ল্যাঙ ছারাই চলবে । আমি ব্যবহার করছি Symphony W90 হ্যান্ডসেট । আমার কোন সমস্যা ছারাই চলছে ।
গেমটির APK মাত্র ৪০ মেগা এবং APK ইন্সটল করার পর ডাটা ডাউনলোড করতে হবে মাত্র ৬০ মেগা । মোট মাট ১০০ মেগার গেম ।

আর সব চাইতে বড় বেপার হচ্ছে গেম টি সম্পূর্ণ ফ্রী । নো চিঁটিং । গুগল প্লে থেকেই আরামসে ডাউনলোড করে নিন ।
এই হচ্ছে গুগল প্লে ডাউনলোড লিংক
এত বড় টিউন কষ্ট করে পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
আপনাদের গঠন মুলক কমেন্ট আশা করছি
গেম এর যে কোন সমস্যায় আমাকে জানাবেন ।

যা পারি হেল্প করবো । আর আমি কিন্তু লেভেল ৪০ এ । সবাই জয়েন করেন আর পৃথিবীকে জানিয়ে দেন আমরাই বাঙ্গালী ।

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।