আমাদের কথা খুঁজে নিন

   

'শিয়া-সুন্নি সহিংসতা বিশ্বের নিরাপত্তায় বড় হুমকি'

শিয়া ও সুনি্ন মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিশ্ব নিরাপত্তায় সম্ভাব্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। সুন্নিপ্রধান কিছু দেশকে 'ভীতির উসকানিদানকারী' হিসেবে বর্ণনা করে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু কিছু মানুষ আপাতদৃষ্টিতে রাজনৈতিক সুবিধা লাভের আশায় সাম্প্রদায়িক সহিংসতাকে সমর্থন করে। সুনি্ন এবং শিয়াদের মধ্যে চলমান দ্বন্দ্ব শুধু ওইসব অঞ্চলের জন্যই সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি নয় বরং এটা সারা বিশ্বের জন্য হুমকি। আমার মনে হয় আমাদের এটা উপলব্ধি করা প্রয়োজন যে, ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন আমাদের সবার জন্যই হুমকি। বর্তমানে সিরিয়া, ইরাক এবং পাকিস্তানের মতো দেশগুলোকে সাম্প্রদায়িক নৃশংসতার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। দীর্ঘ কয়েক শতক ধরে শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে। ওয়েবসাইট।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।