আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঘরে কষ্ট

কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি

কাল রাতে কষ্ট আমার ঘরে প্রবেশ করেছে আমি ঘুমিয়ে ছিলাম তাই নিনাদিত না করে আমার কবিতার ডায়েরির প্রথম পাতায় লিখে গেছে “ কবিতা লিখেই কি হৃদয়ের কষ্ট লিখা যায় ” নিচে আবার নাম ও লিখে গেছে ইতি কষ্ট । ভোরে ঘুম ভাঙার পর ডায়েরিতে নজর যেতেই বিস্ময়ে আধো তন্দ্রাবস্থায় এসব দেখতে পাই আর ভাবতে লাগলাম হায়রে অবুঝ কষ্ট এবার আমার কুটিরে প্রবেশ করেছে । কি করবে বল ? শুধু কবিতা লিখে কি ব্যর্থ প্রেমের আগুনের উত্তাপ নেভানো যায় ? কিন্তু তুমি তো জানো, আমি সিগারেট,নেশা , স্লিপিং পিল বা যেকোনো ধরণের কুইক পেইন কিলার আমার সহ্য হয় না আমি পারিনা ; আমার বিবেক , আমার ভালবাসা বাঁধা দেয় ; ওরা বলে , “ এত নিমেষেই ক্ষত মুছে দিতে চাও তবে কেন প্রেম করেছো ? নির্বোধ তুমি, ধৈর্য আর কষ্টের যোগফল সমান ব্যর্থ প্রেমিকর জীবন ”। তাই বাধ্য হয়ে তোমায় আবার ভালবাসতে হয় নিজের মনের গোপনে সবার অজান্তে । তবে এতদিন আমার কবিতার শ্লোগানের খুব অভাব ছিল আজ বিবশ কষ্টের লেখা পড়ে ঠিক করেছি বলতো কেমন হয়েছে? “ কষ্ট প্রশমনে কবিতার সান্নিধ্য ” ; তুমি অবাক হবে এই ভেবে যে আমি নিজেই বুঝিনা ,আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি অথচ পরিবেশ বুঝে । কি অদ্ভুত আমি তাইনা ? [রাসেল হোসেন, ০৯-০৯-১৩]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।