আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ সালে মুভিখোরদের জন্য ভূড়িভোজ অপেক্ষা করছে!!!

আমি হতাশ রে ভাই আমি হতাশ

সিনেমাবোদ্ধাদের জন্য কি কি মুভি বের হবে তা আগেই বলা যায় না। মুভি দেখে বলা যায় যে এই মুভিটা ভালো। কিন্তু যারা মুভিখোর মানে আমার মত তাদের জন্য ২০১৪ সালটা হবে মুভিময়। সিকুয়েল মুভিঃ ১। X-Men: Days of Future Past ২।

Transformers: Age of Extinction ৩। The Amazing Spider-Man 2 ৪। Fast & Furious 7 ৫। The Expendables 3 ৬। 300: Rise of an Empire ৭।

Resident Evil 6 ৮। Night at the Museum 3 ৯। The Hobbit: There and Back Again (এই বছর মানে ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পাবে এই সিকুয়েলের সেকেন্ড মুভি The Hobbit: The Desolation of Smaug) ১০। Captain America: The Winter Soldier ১১। Dawn of the Planet of the Apes নতুন মুভিঃ ১।

Godzilla ২। Hercules: The Legend Begins ৩। RoboCop ৪। Noah ৫। Jack Ryan: Shadow Recruit ৬।

Need for Speed ৭। Seventh Son ৮। Sabotage ৯। Guardians of the Galaxy ১০। Non-Stop ১১।

Edge of Tomorrow ১২। Left Behind ১৩। Pompeii ১৪। Hercules: The Thracian Wars এইখানে ঐ মুভিগুলার নামই বললাম যেগুলা দেখার জন্য আমি ওয়েট করে আছি। মাঝে মাঝে দুই একটা এনিমেশন মুভি ভালো লাগে তবে খুব একটা দেখি না।

তাই লিস্টে দিলাম না। আমার ছোটভাই অ্যানিম আর এনিমেশন মুভির বিরাট ফ্যান। ওরে বলব যেন ২০১৪ সালের এনিমেশন মুভি নিয়া একটা পোস্ট আমারে রেডি করে দেয়। এই বছরে মানে ২০১৩ সালে উল্লেখযোগ্য আরো যেই মুভিগুলো বের হবেঃ ১। Lone Survivor ২।

47 Ronin ৩। Saving Mr. Banks ৪। The Last Days On Mars ৫। Mandela: Long Walk to Freedom ৬। The Hobbit: The Desolation of Smaug তাইলে দেখতে থাকেন মুভি বেশি বেশি।

সুত্রঃ মুভি ইনসাইডার , আইএমডিবি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.