আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনে হুমায়ূন স্মরণে নিনিত-নিষাদ-শাওন

ধানমন্ডির দখিন হাওয়ায় হুমায়ূন আহমেদের বাসায় বুধবার রাত ১২টা এক মিনিটে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। এতে মেহের আফরোজ শাওন ও তাঁর দুই সন্তান নিষাদ ও নিনিতসহ তাঁর দীর্ঘদিনের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

প্রথম আলো ডটকমকে শাওন বলেন, ‘এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন করা হয়নি। রাত ১২টা এক মিনিটে কেক কাটা হয়েছে। সেখানে আমার দুই ছেলে নিষাদ ও নিনিত ছাড়াও পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

ছিলেন হুমায়ূন আহমেদের কাছের বন্ধুবান্ধবরা। ইচ্ছে ছিল নুহাশ পল্লীতে তাঁর জন্মদিনের রাতে থাকব। কিন্তু হরতালের কারণে তা সম্ভব হয়নি। তবে নুহাশ পল্লীতে ১৫ নভেম্বর জন্মদিন নিয়ে আয়োজন থাকবে। ’

শেষ জন্মদিনের স্মৃতি মনে করে শাওন বলেন, ‘তাঁর শেষ জন্মদিন কেটেছিল নিউইয়র্কে।

হাসপাতালেই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে কেক কাটা হয়েছিল। এবারও দেশে কেক কাটা হয়েছে, তিনি নিশ্চয়ই তা দেখেছেন। একটাই পার্থক্য, নিউইয়র্কে সেবার আমি তাঁর পাশে ছিলাম, এবার আমি তাঁর পাশে নেই! খুব খুব খুশি হতাম, যদি এখন তাঁর পাশে থাকতে পারতাম!’

 

এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজ টিভি চ্যানেলগুলো ও বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাওন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেলা ১১টা থেকে চ্যানেল আইয়ে নিষাদ ও নিনিতকে নিয়ে  হুমায়ূন মেলায় থাকবে।

এরপর বিকালে পাবলিক লাইব্রেরিতে হুমায়ূন আহমেদ স্মরণে একটি অনুষ্ঠানে অংশ নেব। জাতীয় জাদুঘরে রয়েছে হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র “ঘেটুপুত্র কমলা”র প্রদর্শনী,  সেখানেও অংশ নিতে হবে। ’

হুমায়ূন আহমেদকে নিয়ে শাওন আরও বলেন, ‘তাঁর সব কথাই সব সময় মনে রাখি। মস্তিষ্কের প্রতিটি কোষে এত বেশি হুমায়ূন আহমেদীয় কথা ঘোরাফেরা করে যে তা ভোলা যায় না। ’



সোর্স: http://www.prothom-alo.com     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।