আমাদের কথা খুঁজে নিন

   

এবার টাইজেনকে সামনে আনছে স্যামসাং

বিশ্বজুড়ে অ্যাপল ও স্যামসাং দ্বন্দ্ব এখন চরমে। অ্যাপল যদিও নিজস্ব অপারেটিং সিস্টেম (আইওএস) ব্যবহার করছে কিন্তু স্যামসাংকে ব্যবহার করতে হচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড। জানা গেছে, অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে অ্যান্ড্রয়েডের পাশাপাশি এবার নিজস্ব অপারেটিং সিস্টেমের পণ্য তৈরি করবে স্যামসাং।

স্মার্টফোন, গাড়ি বা রেফ্রিজারেটর ব্যবহারকারীদের অনেকের কাছেই টাইজেন শব্দটি নতুন মনে হতে পারে। কিন্তু এই টাইজেনকেই এবার সামনে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং।

টাইজেন হচ্ছে নতুন অপারেটিং সিস্টেমের নাম। এ অপারেটিং সিস্টেমটির প্রচারণা শুরু করছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং বর্তমানে অপারেটিং সিস্টেম হিসেবে গুগলের অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরশীল। আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই রাজত্বে স্যামসাং এবার ‘টাইজেন’ নামে নিজস্ব অপারেটিং সিস্টেমটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছে। এ অপারেটিং সিস্টেম তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করেছে ইনটেল।

সম্প্রতি এই সফটওয়্যারটি সম্পর্কে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুধু স্মার্টফোনের মধ্যে সীমাবদ্ধ রাখবে না এটি। গাড়ি, রেফ্রিজারেটর এমনটি টেলিভিশনের ক্ষেত্রেও কাজে লাগানোর উপযোগী করে নির্মাণ করবে।

এখন পর্যন্ত স্যামসাং কর্তৃপক্ষ টাইজেননির্ভর চমকপ্রদ কোনো পণ্য ঘোষণা দেয়নি। বাজার গবেষকেরা বলেন, যে প্ল্যাটফর্মে অ্যাপ্লিকেশন যতো বেশি হবে গ্রাহকরা সে প্ল্যাটফর্মের দিকে ঝুঁকবেন। এ লক্ষ্যে স্যামসাং কর্তৃপক্ষ টাইজেনের জন্য অ্যাপ্লিকেশন তৈরির পথ উন্মুক্ত করে দিচ্ছে।

টাইজেনের জন্য সেরা অ্যাপ্লিকেশন নির্মাতাকে ৪০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ টাইজেননির্ভর প্রথম পণ্যটির ঘোষণা দিতে পারে স্যামসাং।

বাজার বিশ্লেষকেরা অবশ্য টাইজেনকে গুরুত্ব দিয়ে স্যামসাংয়ের প্রচারণা শুরুর বিষয়টিকে অ্যান্ড্রয়েডের জন্যও হুমকি হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে যে, অ্যান্ড্রয়েডের ভবিষ্যত্ কী শঙ্কায়? সময়ই বলে দেবে এর উত্তর।



সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.