আমাদের কথা খুঁজে নিন

   

২০ মিনিটের মাথায় মুক্ত হীরা মনি শাম্মী

বিরোধী দলের ৮৪ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার বেলা ২টার দিকে বিএনপি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় নিলোফার চৌধুরী মনি, শাম্মী আক্তার ও রাশেদা বেগম হীরাকে আটক করা হয়।  
তাদের একটি সাদা মাইক্রোবাসে করে হোটেল রূপসী বাংলার কাছে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ।
মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমরা তাদের আটক রাখিনি। তাদের কেবল সরিয়ে দেয়া হয়েছে। ” 
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, জাতীয় সংসদ প্রাঙ্গণে হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ শেষে বেলা ১টা ৫৫ মিনিটে নয়া পল্টনে আসেন বিএনপির তিন সাংসদ।

তারা প্রধান ফটক দিয়ে বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। তিন সাংসদ এ সময় নিজেদের পরিচয় দিলে একদল মহিলা পুলিশ তাদের ঘিরে ফেলে।
“এরপর কিছুক্ষণ টানা হেঁচড়া চলে। মহিলা পুলিশের সদস্যরা তিন সাংসদকে ঘিরে ধরে একটি সাদা মাইক্রোবাসের দিকে নিয়ে যায় এবং এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। ”
বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এ সময় বিএনপি কার্যালয়ে সামনে উপস্থিত ছিলেন।


নিলোফার চৌধুরী মনি ও শাম্মী আক্তার জানতে চান- কেন তাদের আটক করা হচ্ছে।   তবে পুলিশ এ সময় তাদের প্রশ্নের জবাব দেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে পরে জানানো হবে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সরকার যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে- এটা তারই প্রমাণ।
তিনি অবিলম্বে তিন সাংসদ সদস্যের মুক্তি দাবি করেন।


তিন সাংসদকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেলেও  ২০ মিনিটের মাথায় পুলিশের পক্ষ থেকে তিন সাংসদকে ছেড়ে দেয়ার কথা বলা হয়।
রোববার হরতালের শুরু থেকেই নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখান থেকেই ১৮ দলীয় জোটের শরিক ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশীদ প্রধানকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।