আমাদের কথা খুঁজে নিন

   

Paypal/MoneyBookers-এর টাকা উঠান এখন বিকাশে নির্ভর যোগ্য মাধ্যমে

আপনারা হয়তো অনেকেই Paypal/Moneybookers এর টাকা এখনও উঠাতে পারেন নাইঅথবা কারো মাধ্যম দিয়া উঠায়তে গিয়ে ধোকা খাইছেন। আপনাদের কথা আমি কি বলবো আমি নিজেও ওইটার শিকার হইছি। আমাকে একজন বলে আপনার ডলার আমি কিনবো। বলে কত করে নিবেন, আমি বলি ৭৫ টাকা করে নিবো। উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ৭৫ টাকা করেই দিবো।

তারপর উনি একটা পেপাল একাউন্ট নম্বর আমাকে দেন বলে এখানে ডলার পাঠিয়ে দেন। আমিও রিতিমত টাকা পাঠিয়ে দেই। কিছু সময় পরে আমি বিকাশে একটা SMS পাই। আমি ভাবি টাকা পাইছি তাই আর একাউন্ট চেক করি না। কিছু সময় পরে উনি ফোন দিয়া বলেন টাকাতো পাইছেন, আমি বলি হ্যাঁ।


কিন্তু আমি জানতাম না যে, ওইটা একটা ফেইক SMS ছিলো। কিছু সময় পরে যখন একাউন্ট চেক করি দেখি কোনো টাকা নাই। তারপর তাকে ফোনে আর পাচ্ছি না। আমার কষ্টের অর্জিত টাকা ও শালা এক মিনিটে মেরে দিলো।

তারপর থেকে আমি চেষ্টা করছি একটা ভেরিফাই পেপাল ও মানিবুকারস একাউন্ট খোলার অবশেষে পারলাম।

তাই যাতে আমার মত আর কেউ ধোকা না খায় তার জন্য আমি এখন ডলার ক্রয় করছি। ১০০% গ্রান্টি সহকারে। আমি কিছু দিনের মধ্যে একটা ওয়েবসাইটও বানাবো।
আমার কাছে ডলার কেনো বিক্রয় করবেন?
০১. পেপাল/মানিবুকার্স থেকে বিকাশে টাকা তুলতে পারবেন। (বিঃদ্রঃ এই মাধ্যমে সর্বোচ্চ ২ দিন সময় লাগতে পারে।

) ০২. বিকাশ থেকে পেপাল/মানিবুকার্সে ডলার যোগ করতে পারবেন। ০৩. পেপাল থেকে মানিবুকার্সে ডলার নিতে পারবেন। ০৪. মানিবুকার্স থেকে পেপালে ডলার যোগ করতে পারবেন।
০৫. আমার মাধ্যম দিয়ে টাকা উঠানোর চার্জ খুবি কম। চার্জের তালিকা মিম্নে দেওয়া হলোঃ
০১. $5-$10 উঠালে, চার্জ হবে $2 ০২. $11-$50 উঠালে, চার্জ হবে $3.5 ০৩. $51-$100 উঠালে, চার্জ হবে $5
অন্যান্য জায়গায় ডলার প্রতি ১০ টাকা করে কাটে।

আমি মনে করি আমার রেটা তাদের থেকে অনেক কম ।
টাকা উঠানো বা ঢোকানোর নিয়মঃ টাকা উঠানো বা ঢোকানো খুবই সহজ। যে কেউ এটা করতে পারবে। এখন ই-মেইল এর মাধ্যমে শুরু করেছি আপনাদের সাপোর্ট পেলে একটা ওয়েবসাইট বানানোর ইচ্ছা আছে।
# পেপাল/মানিবুকার্স থেকে বিকাশের জন্য প্রথমে আমাকে কল করুন ০১৯৪৯৬০৬৭৬৪ এই নম্বরে।

# তারপর ডলার মানিবুকার্স/পেপালঃ depokdroid@gmail.com এই একাউন্টে পাঠান। মানিবুকার্স ও পেপাল এর সবার ক্ষেত্রে একই মেইল। # এবার আপানার Paypal/Moneybookes এর মেইল এড্রেস। যেটা দিয়ে পাঠাবেন সেইটার ইমেইল দিবেন। পেপাল হলে পেপালের আর মানিবুকার্স হলে মানিবুকার্সের মেইল।

নিচের মত করে লিখে মেইল করবেন depokdroid@gmail.com এ।
Note:যে ভাবে লিখবেনঃ Name: Paypal/Moneybookes Name Send Email: Paypal:your paypal mail Or Moneybookes: your moneybookers mail Date: যে তারিখে পাঠাবেন Receved Email/Number: Paypal/Moneybookes নিলে মেইল। বিকাশে নিতে চাইলে বিকাশ নম্বর।
১০০% বিশ্বাস যগ্য মাধ্যম। আমিও আপনাদের মত একজন ফ্রিল্যান্সার।

আমার কাছে ডলার বিক্রয় করলে আবশ্যই টাকা পাবেন। আমার ভেরিফাই পেপাল একাউন্ট এর ছবি।

এখানে আমার ঠিকানা দেওয়া আছে। আমি টাকা না দিলে আমার বাড়ি আইসেন। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে আমার করার কিছু না।

শুধু এইটুকু বলবো কেউ কারো টাকা নিয়া ধনী হতে পারেন। আমাকে একবার বিশ্বাস করে দেখেন, ঠকবেন না। কথা দিলাম।
আমার মোবাইল নম্বরঃ ০১৯৪৯৬০৬৭৬৪ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল করুন। ঠিকানাঃ ১৩৯, ভরত ভায়না, গৌরীঘোনা, কেশেবপুর, যশোর-৯২৫২।

আমার ফেচবুকঃ http://www.facebook.com/depokdroid আমার ব্লগঃ http://www.earntricks2u.blogspot.com

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৫৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।