আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ল

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় ১৭ নভেম্বর রোববার পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত ছিল ১৬ নভেম্বর।

সংবাদ সম্মেলনে বলা হয়, মনোনয়ন ফরম বিক্রির পঞ্চম দিনে আজ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪৬৪ জন। আর এ বাবদ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে জমা পড়েছে এক কোটি ১৬ লাখ টাকা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।