আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন ব্লগার *কুনোব্যাঙ* ভাইয়া

জানতেই আছি আর জানতেই আছি,জানার আর শেষ হয়না......

সেইদিনটা আমার আজও মনে আছে, ব্লগে নতুন আসলাম মাত্র তখন। দুই একজন ভাইয়া আপু ছাড়া তেমন কাউকে চিনি না ভালো করে, যাদেরকে অ্যাড করেছি তাদের সাথেও কথা বলতে ভয় লাগে এমন যখন আমার অবস্থা তখন এই ভাইয়ার সাথে আমার পরিচয়, আমি ব্লগে নতুন দেখে একজন দিলো ছাইয়া ট্যাগ মেরে,সে ভাইয়ার পরিচিত ছিলো দেখে রেগেমেগে ঐটার কমপ্লেইন করছিলাম আমি ভাইয়াকে ফেবুতে, উনি আমাকে বুঝাতে লাগলেন যে ব্লগে এসব হয় মাঝে মাঝে তুমি এটা নিয়ে মন খারাপ করোনা। অপরিচিত কারো সাথে মানুষ যে এতো আন্তরিকভাবে কথা বলতে পারে সেটার প্রমাণ পেয়েছিলাম সেদিন। হুম, এইটা আমার মামুন ভাইয়া ব্লগে যিনি কুনোব্যাঙ আর ফেসবুকে স্কাই ওয়াকার। আমি যখনই কোনো প্রবলেমে পড়েছি অথবা যখনি কোন খুশির খবর পেয়েছি সেটা শেয়ার করার জন্য আমার প্রথমেই যার কথা মনে হয় সে হলো মামুন ভাইয়া।

আমার ব্লগের অনুপ্রেরণা যারা তাদের মধ্যে প্রথমেই এই ভাইয়ার নামই বলবো আমি। আসলে ভাইয়ার কথা লিখা শুরু করলে আজ আর শেষই হবে না তাই আগে ভাইয়াকে উইস তো করে নেই আজকে ভাইয়ার জন্মদিন, ব্লগের মাধ্যমে যাকে পেলাম তাকে উইস করার জন্য ব্লগ ছাড়া আর কিছুর কথা মাথায় আসলো না। শুভ জন্মদিন মামুন ভাইয়া, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে। জানি উইসটা খুব সিম্পল হয়ে গেলো।

তাতে কি??না ভাইয়া আমি অবশ্যই খালি উইস করছি না। আপনার জন্য আপনার বোনের তরফ থেকে ক্ষুদ্র উপহার যদিও খুবই সামান্য হুম, এতো ভাইয়ার জন্য ছিলো। আর আমরা বাকি সবাই যারা আছি তারা কি বসে থাকবো নাকি? ভাইয়া যখন পার্টি দেয় দিবে আসেন সবাই আমরা শুরু করে দেই পোষ্ট উৎসর্গ করলাম অবশ্যই কুনোব্যাঙ ভাইয়া কে অনেক অনেক ভালো থাকুন ভাইয়া আর জন্মদিন অনেক অনেক ভালো কাটুক শুভকামনা রইলো

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।