আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই- ১০০


১। আইনস্টাইনের সঙ্গে, ১৯৩০ ২। স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ, ১৮৮৩ ৩। ১৯১২ সালে হ্যাম্পস্টেডে রবীন্দ্রনাথ; বন্ধু উইলিয়াম রোদেনস্টাইনের শিশুপুত্র জন রোদেনস্টাইন কর্তৃক গৃহীত ফটোগ্রাফ। ৪।

১৯৩০ সালে বার্লিনে রবীন্দ্রনাথ ৫। "ড্যান্সিং গার্ল", রবীন্দ্রনাথ অঙ্কিত একটি তারিখবিহীন চিত্র ৬। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের আতিথেয়তায় মহাত্মা গান্ধী ও তাঁর পত্নী কস্তুরবা গান্ধী, ১৯৪০। ৬। ৭।

৮। জার্মানি, ১৯৩১ ৯। ১০। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রইং : ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন ১১। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা নববর্ষ, ১৯৪০ ইং ১২।

রোমা রোলার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, ভিলেনিউভ, সুইজারল্যান্ড ১৯২৬ ১৩। ফ্রান্সের প্যারিসে ওকাম্পো-রবীন্দ্রনাথ শেষ বিদায়, মে ১৯৩০। ১৪। ১৯৩০ সালে জার্মান যুবকদের সঙ্গে রবীন্দ্রনাথ। ১৫।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ, ১৯২৪ ১৬। ১৭। লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯২১ ১৮। রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী; ১৯৪০ ১৯। ২০।

রবীন্দ্রনাথের ১৯২৬ সালের ওই ইতালি সফর শুরু হয় জুন মাসের প্রথম সপ্তাহে। সেটি ছিল তাঁর দ্বিতীয় ইতালি-দর্শন। এর আগে ১৯২৫ সালের জানুয়ারি মাসে তিনি ইতালি যান কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। ২১। ২২।

১৯১৬ সালে জাপানে রবীন্দ্রনাথের সাথে হেরাম্বলাল গুপ্ত, বা থেকে তৃতীয় ২৩। স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে, কন্যা বেলাকে নিয়ে কবি। ২৪। রোমাঁ রোলাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ ঘটে ১৯১৯সালে। ২৫।

২৬। চিঠির ভেতর আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ড্রইং ২৭। ট্রেনের কম্পার্টমেন্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।