আমাদের কথা খুঁজে নিন

   

থ্যাংস ফর ২৪ ইয়ারস অফ ইন্টারটেইনমেন্ট !


হাতের ব্যাটকে শিল্পির তুলি হিসাবে ব্যবহার করে সবুজ ঘাস মোরানো ক্যানভাসে যিনি দীর্ঘ ২ যুগ অসঙ্খ দৃষ্টিনন্দন শিল্প উপহার দিয়েছেন তার বিদায় বেলায় কোন ভাষাই উপযুক্ত নয় তার প্রতি শ্রদ্ধাগ্মাপনে। তার বিদায়ে ক্রিকেট যে মোহনিয়তা হারালো তা কোনভাবেই পূরনীয় নয়। তার উচ্চতা শুধু খেলোয়ার হিসাবে নয়, একজন অসাধরন মানুষ হিসাবেও। ক্রিকেট মাঠে ও মাঠের বাহিরে শচিন বিনম্রতা, ভদ্রতা, আদর্শ ও সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটা খুবই বিরল। বর্তমান ও ভবিষ্যত খেলোয়ারদের সবার আগে এসব শেখা উচিত শচিনের কাছ থেকে। ভাল খেলোয়ারকে মানুষ সাপোর্ট করবে কিন্ত শ্রদ্ধা করে কিন্তু ভাল মানুষকে। এজন্যই শচিন টেন্ডুলকার ক্রিকেট দেবতা। ভাল তো অনেকেই খেলতে পারে পারে কিন্তু একই সাথে ভাল ব্যক্তি কয়জন হতে পারে !!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।