আমাদের কথা খুঁজে নিন

   

Google এর Hidden Service!! এবার Google থেকে নিয়ে নিন .Com/.Net/.Org/.Net/.Biz/.Name ইত্যাদি প্রিমিয়াম ডোমেইন ১০০% ফ্রীতে!! সাথে থাকছে ফ্রীতে একটি ভার্চুয়াল Visa ক্রেডিট কার্ড!!


সবাই কেমন আছেন?? অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন টিউন নিয়ে। এবার আমাদের বিষয় ফ্রীতে প্রিমিয়াম ডোমেইন নিয়ে। ফ্রী ডোমেইন নিয়ে তো অনেক টিউন পড়েছেন, তবে কোনটায় হয় হোস্টিং প্যাকেজ কিনতে হবে আবার কোনটায় হয়ত আজব সব সার্ভে করতে হবে যার বেশিরভাগই ভুয়া। তবে আমি আপনাদের একদম জেনুইন ফ্রীতে ডোমেইন নেয়ার পদ্ধতি বলব। গুগুল আমাদের এই সুযোগটি দিচ্ছে।

তবে এই সুযোগটি নিতে হলে আমাদের 4 টি তত্থ্য লাগবে-
সবাই যাতে বুঝতে পারে, তাই আমি অনেক বেশী ScreenShot ব্যবহার করেছি। তাই টিউন অনেক বড় হয়ে গেছে। যা অনেককেই ঘাবড়ে দিতে পারে। আসলে ব্যপারটি খুবই সোজা। একবার শুরু করলে আপনারা নিজেই পারবেন।


তাহলে আসুন শুরু করি -



তাহলেই নিচের মত একটি ক্রেডিট কার্ড পেয়ে যাবেন- এই কার্ডের মাঝখানে CVV লেখার পাশে দেখুন ৩ অংকের একটি সংখ্যা আছে। সেটি মনে রাখুন এটি ভবিষ্যতে আমাদের দরকার হবে।

ব্যাস, ক্রেডিট কার্ড বানানো শেষ! এবার আমরা ফ্রী ডোমেইন নিব-















*এবার নিচের মত পেজ আসবে। এখানে ছবিতে দেখানো ১নং অপশন থেকে অবশ্যই টিক চিহ্ন তুলে দিতে হবে। তারপর ছবির মত করে সাবমিট বাটনে ক্লিক করুন।



*নিচের মত পেজ আসলে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে বিলিং ইনফর্মেশনে ক্রেডিট কার্ডে যে নাম দিয়েছিলেন সে নাম, কার্ড টাইপ ভিসা, কার্ড নাম্বার, এক্সপাইরি ডেট, এবং ক্রেডিট কার্ড সিকিউরিটি নাম্বার দিয়ে পারচেজ বাটনে ক্লিক করুন। এক্ষেত্রে বলে রাখা ভাল- ক্রেডিট কার্ড সিকিউরিটি নাম্বার-এ আবার আপনার পিন নম্বর দিয়েন না। এখানে ৩ অংকের CVV নাম্বার দিতে হবে। যেটি আপনাদের ক্রেডিট কার্ডের মাঝখানে দেয়া আছে।




হুমমম......সব কাজ শেষ এবার আপনি পেয়ে গেলেন আনকরা নতুন ডোমেইন ১ বছরের জন্য ফ্রীতে!! তবে এদের সার্ভিস আমার তেমন ভাল লাগে নাই।

তাই অন্য কোন কোম্পানীতে আপনার ডোমেইন ট্রান্সফার করে নিতে পারেন। তবে ৬০দিন না হলে ডোমেইন ট্রান্সফার করা যায় না। তাই ৬০ দিন অপেক্ষা করুন। ফ্রী ডোমেইন ট্রান্সফার করার মত অনেক সাইট পাওয়া যায়। যেমন Crazydomains.
ডোমেইন ট্রান্সফার নিয়ে আরেকদিন টিউন করব।


সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুকেও যোগাযোগ করতে পারেন।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩৮ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.