আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি-জেডিসি পরীক্ষার প্রশ্ন!!

শ্বাস-প্রশ্বাসে আছে স্বাধীনতা, চিন্তায় মানবতা...

হচ্ছে কি?? জেএসসি-জেডিসি পরীক্ষার প্রশ্ন যেকোন ফটোকপির দোকানে পাওয়া যায়। ফটোকপির দোকানের ছেলেটা প্রায়ই প্রিন্টকপি ভালো না আসায় প্রশ্নেরই কপিগুলো স্বাভাবিকভাবে রাস্তায় ছুড়ে ফেলে দিচ্ছে... এই কি দেশের বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষার অবস্থা? এর মানে কি? যারা সারাটি বছর পড়াশুনা করলো ভালো রেজাল্টের জন্য আর যারা সারা বছর কিছুই পড়েনি এবং পাশ করবে কিনা সন্দেহ এমন সকল ছাত্র-ছাত্রীদের মান এখন সমান। কারন, সকলের হাতে হাতে এসে পড়েছে প্রশ্ন!! কৃষক যেভাবে ক্ষেতে বীজ ছিটায় সেভাবে প্রশ্ন বিলি করা হয়েছে এবং হচ্ছে... এর ফলে কি হবে?? আবারও বর্তমান সরকারের শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতার বহিঃপ্রকাশ!!! হাজার-লক্ষ এ+ আর গ্রাম্য-শহুরে সকলের সেইরকম ফলাফল নিয়ে উচ্ছ্বাস...কিন্তু, বাস্তবে হচ্ছে জাতির বিশাল ক্ষতি......ধুলোয় মিশছে অগ্রগতি! দেশের পড়াশুনার মান কতটা নিম্নপর্যায়ে চলে এসেছে সিরিয়াসলি ভেবে দেখেছেন?? সার্টিফিকেটধারী অপদার্থের দেশ হতে চলেছে আপনার-আমার বাংলাদেশ। মেধাবী হোক আর বখাটে বা ফাকীবাজ হোক, সকলের একাডেমিক সার্টিফিকেট এর ভ্যালু একই হবে। মুল্য পাবে না প্রকৃত মেধা... সরকারের এমন হীন পদক্ষেপকে চরম নিন্দা জানাই! নেত্রী জোড়গলায় বলতে পারবেন, আমাদের সরকারের সময় দেশে শিক্ষার মান বেড়েছে। মেধাবীদের সংখ্যা বেড়েছে। এই হয়েছে, ঐ হয়েছে... জানিনা কয়জন তখন মনে রাখবে যে বাস্তবে দেশের শিক্ষাখাতের ব্যাপক ক্ষতি হয়েছে। জাতিকে সার্টিফিকেটধারী পঙ্গু জনগোষ্ঠী উপহার দেয়া হয়েছে দেশের বোঝা হিসেবে!! [দুঃখিত! মেজাজ প্রচুর গরম থাকায় বিস্তারিত সাজিয়ে-গুছিয়ে লিখতে পারলাম না।]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।