আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা:দাও ছড়িয়ে মানবতার বন্ধনে।

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। এই তো আমি হাত পেতেছি তোমার কাছে এ হাত ছুঁয়েই বৃষ্টি নামে,বর্ষা আসে। দাবানলের ভাগ্যে চিরকাল আগুন লেখা থাকে সৌভাগ্যে কখনও জল-লেখা হয় বৃষ্টি রেখার অযুত পাকে। কর্মরেখায় কখনও শামুক,কখনও ঝিনুক মুক্তো হাসে তরলিত স্পন্দনে। তোমার হাতে সুখ-সমুদ্রের শাপলা-শালুক দাও ছড়িয়ে মানবতার বন্ধনে। *


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।