আমাদের কথা খুঁজে নিন

   

ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বগুড়ায় ১৯৯০ সালে নির্মাণ করা ব্রীজ পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়েছে। জেলার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া বেইলী ব্রীজটি ভেঙ্গে পড়ায় বগুড়ার সাথে কাজিপুর ও ধুনট উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে ট্রাকের হেলপার আহত হয়েছে।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে সড়ক ও জনপদ বিভাগ ধুনট শেরপুর সড়কের মাঠপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে খালের উপর বেইলী ব্রিজটি নির্মাণ করে। দীর্ঘ দিন থেকে ওই ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহন চালাচল করায় ব্রীজটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।

বর্তমানে ব্রীজের ক্ষতিগ্রস্থ ষ্টিল টেকিং ও ট্রামজাম পরিবর্তন না করে মাঝে মধ্যে ঝালাই ও মেরামত করে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হতো। কিন্তু ক্ষতিগ্রস্থ ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাক চলাচল করতে থাকে। এ অবস্থায় আজ সকাল সাড়ে ৭টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে এবং ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এসময় ট্রাকের হেলপার হাসিবুল হক (৩২) আহত হয়। ব্রিজটি ধসে পড়ায় ধুনটের অভ্যান্তরিক ৫টি রুট সহ পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফলে জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকেৌশলী কামরুল হাসান জানান, অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পারাপারের কারনে ব্রিজটি ভেঙ্গে পড়েছে। ব্রিজিটি মেরামত করার জন্য ইতিমধ্যেই জনবল নিয়োগ করা হয়েছে। ট্রাক না সরানো পর্যন্ত ব্রীজের কাজ শুরু করা যাচ্ছে না। প্রথমে ট্রাক সরানো হবে এবং তারপর ব্রীজের কাজ শুরু হবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.