আমাদের কথা খুঁজে নিন

   

চাক নড়িসকে টেক্কা দিলেন ভ্লাদিমির পুতিন


তায়কোয়ানডো বেল্ট নিচ্ছেন পুতিন হলিউডের কিংবদন্তি মার্শাল আর্ট অভিনেতা চাক নড়িসকে টেক্কা দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিশ্ব তাইকোয়ানডো ফেডারেশন তাকে সম্মান সূচক নাইনথ ডিগ্রি ব্ল্যাক বেল্ট পুরস্কারে ভূষিত করেন। মার্শাল আর্টিস্টদের কাছে এটি একটি বিরল সম্মান হিসেবে বিবেচিত। news.com.au নাম একটি ওয়েব সাইট এখবর প্রকাশ করে। পুতিন এর আগে জুডোতে ব্ল্যাক বেল্ট পেয়েছিলেন। তায়কোন্ডোতে অভিনেতা চাক নোরিস ৮ম ড্যান ব্লাক বেল্ট পান। সে হিসেবে চাক নোরিসকে পেছনে ফেললেন পুতিন। এখন থেকে পুতিন তায়কোন্ডোর রেটেড গ্র্যান্ডমাস্টার হিসেবে বিবেচিত হবেন। উল্লেখ্য অক্টোবর ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন পুতিনকে বিশ্বের শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।