আমাদের কথা খুঁজে নিন

   

জাপানের সঙ্গে নেদারল্যান্ডসের ড্র

বেলজিয়ামের জেঙ্ক শহরের ক্রিস্টাল অ্যারেনায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় গত বিশ্বকাপের রানার্স-আপরা। ১২ ও ৩৯ মিনিটে গোল দুটি করেন মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্ট ও ফরোয়ার্ড আরিয়েন রোবেন। তবে বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে স্ট্রাইকার ইউইয়া ওসাকা ব্যবধান কমিয়ে উজ্জীবিত করে তোলেন জাপানকে। ৬০ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরানো গোলটি মিডফিল্ডার কেইসুকে হোন্ডার। ডাচদের জন্য এই ফলাফল নিঃসন্দেহে বড় ধাক্কা। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের সেরা হয়ে তারা বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাছাইপর্বে ১০ ম্যাচের ৯টিতে জিতেছে নেদারল্যান্ডস, অন্যটি ছিল ড্র। অন্যদিকে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপের সেরা হয়ে ব্রাজিলের টিকেট পেয়েছে জাপান। ৮ ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা, হেরেছে একটি, বাকি দুই ম্যাচ ড্র।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।