আমাদের কথা খুঁজে নিন

   

নেচে-গেয়ে

আমেরিকার এক রেস্টুরেন্ট ম্যানেজার তার পদত্যাগপত্র জমা দিতে গিয়ে তৈরি করেছিরেন একটি প্যারোডি গান।

পরনের গেঞ্জির সামনের দিকে 'আমি যাচ্ছি' বা (I Quit) লিখে সারা রেস্টুরেন্টে নেচে নেচে গাইলেন আইস আইস বেবি গানের প্যারোডি। সব গ্রাহকের তুমুল করতালির মধ্য দিয়ে ম্যানেজার এগিয়ে গেলেন তার পদত্যাগপত্র জমা দিতে। সেই পদত্যাগপত্রে লেখা ছিল-

'অনুগ্রহ করে এই কাজগুলোকে আমার পদত্যাগের আনুষ্ঠানিক পত্র হিসেবে গ্রহণ করুন যা ৪ মে ২০০৯ রবিবার থেকে কার্যকর হবে।' এমনি ধরনের কথা ৪৮টি কাপ কেকের ওপর লিখে এবং দুটি ট্রেতে কাপগুলো সাজিয়ে পদত্যাগপত্র হিসেবে জমা দিয়েছিলেন অ্যামি রোজ লী ব্লাঞ্জ নামের একজন চাকরিজীবী। সাদা ক্রিমের ওপর নীল রংয়ে কথাগুলো লিখতে রোজের ৪৫টি কাপ কেক লেগেছিল। একটি ট্রের তিনটি কাগজ সাজিয়ে ছিলেন লাল ও নীল রংয়ের ক্রিম দিয়ে। কাপের লেখায় অফিসের গুণগান এবং সহকর্মীদের সবার সৌভাগ্য কামনা করতেও ভোলেননি রোজ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।