আমাদের কথা খুঁজে নিন

   

(১৭ / ৩৫৯) নারিকেল ফাঁকি



আমি এখানে ধারাবাহিক ভাবে ৩৫৯ টি আমের বর্ননা বিশদভাবে (জন্ম কথা, খাদ্যমান, রং, আকার চামড়া, আঠিঁ, গাছ, পাতা, গড় ওজন, পাকার সময় ইত্যাদি) তুলে ধরবো। সাথেই থকুন আর নো মেন্ট প্লিজ বাট সাজেশন আজকের বিষয়ঃ নারিকেল ফাঁকি মধ্য মৌসুমি জাতের আম। জুন মাসের শেষ সপ্তাহে পাকে। ১৫-২০ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আকারে ছোট, একটু লম্বাটে।

ঠোট স্পষ্ট, ওজন ২০০ গ্রাম। খোসা পাতলা নয়। শাস হলাকা হলুদ প্রচুর রস রয়েছে। খেতে সুস্বাদু, অত্যন্ত মিষ্টি এই আমে ভিন্ন ধরনের সুগন্ধ রয়েছে। আটিতে সামান্য আশ রয়েছে।

নবাবগঞ্জ, শিবগঞ্জ এবং রাজশাহীতে সামান্য আকারে উৎপাদন হয়। বানবিলাসীরা বৈচিত্র্য আনার জন্য নিজেদের বাগানে এই আমের গাছ রেখেছেন। কোনো কোনো গাছে বছরে দুইবার ফলে। এর অপর নাম নারিকেল পাখি। তথ্য গুলো "ফজলি.কম " খেকে সংগ্রহ করা ।

পোষ্ট টি ছবি ও ভিডিও সহকারে জানতে চাইলে এখানে ক্লিক করুন বিষয় ভিত্তিক ট্যাগ: আম , Mango , Mango Rajshahi, Mango Bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।