আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নূন্যতম মজুরি ৮হাজার ৩ শ’ টাকার দাবিতে গাজীপুর কোনাবাড়ী ও কাশিমপুরে  শ্রমিক-পুলিশ সংর্ঘষ হয়েছে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধের চেষ্ঠা করে।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

এছাড়া একই দাবিতে সকাল পৌনে ৯টার দিকে কাশিমপুর এলাকায় মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংর্ঘষ হয়েছে। এ সময় ৭-৮ জন শ্রমিক আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী শিল্প নগরীর এমএম সোয়েটার কারখানার শ্রমিকরা কাজে যোগদানের পর রাস্তায় বেরিয়ে পড়েন। এ সময় তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে ও আশপাশের বিভিন্ন কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে শ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংর্ঘষ চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.