আমাদের কথা খুঁজে নিন

   

কাক সিরিজ-৩২

mail.aronno@gmail.com

বৃদ্ধ মাটির পুতুল পথ হারিয়ে পুনরায় ফিরে এলে মাংস-বাজারে দোকানি বলে তাকে ভিন্ন হাসিতে এখানে ঘুমাও তুমি নষ্ট-রাতের শোকে সব ভোর পারে না দিতে শুদ্ধ আযান শরীরকে দিয়ে দোষ এ কোন বয়ান মুছতে মুছতে মুছে গেলে হৃদয়ের চোখ দু’মুখো জানোয়ার ফিরে এসে ঘরে সারাদিন গেয়ে যায় কাকেদের গান অতীত স্বপ্ন আর ঝরে যাওয়া ফুল নষ্ট মেরুতে বাঁচে মাটির পুতুল চির-অন্ধ তার দারুণ দু’চোখে অনেক বৃষ্টি নামে মেঘের অসুখে আহা, এমন কি নেই মুখ কাকের ভুবনে যা দেখলে ফোটে ফুল হৃদয় গভীরে বিষাক্ত ঋতু আর মাংস-প্রদীপ কতকাল ঘুমাবে পুরুষ আর বেশ্যার কোলে কোলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।