আমাদের কথা খুঁজে নিন

   

তাবলীগ জামাতের মাঝে ছদ্দবেশে লুকিয়ে থাকা শিবির

আমি একজন সাধারণ মানুষ। তারপরও আমার খুবই শখ আকাশে উড়ার। তাই আকাশকে বন্ধু বানিয়ে রেখেছি। বন্ধু যখনই যাক দিবে তখনই আকাশে উড়ে যাবো। তাই সর্বদা আকাশ পানে তাকিয়ে থাকি।

প্রিয় ব্লগার ভাইরা। আমার জিবনের এক বাস্তব ঘটনা। আমিও এক সময় তাবলীগ করতাম। মসজিদে মসজিদে চিল্লায় যেতাম। একদিনের ঘটনা, আমি কোন এক এলাকায় ৪০ দিনের জন্য্ তাবলীগের গেলাম।

যেটাকে তারা বলে চিল্লা। তখন আমার সাথেও আমির সহ অনেকজন ছিলেন। তাদের কয়েক জনের সাথে আমার আগে থেকে কোন সম্পর্ক বা কথা বার্তা ছিলনা। আমি তাদেরকে চিনতামও না। তাবলীগে তাদের সাথে আমার পরিচয়।

যাই হোন, কোন এক জনের সাথে আমি অনেক ঘনিষ্ট হয়ে গেলাম। এক পর্যায়ে সে আমাকে শিবিরে ঢোকার দাওয়াত দিলো। আমি তো শুনে সাথে সাথে থ হয়ে গেলাম। কারণ আমি শিবিরকে কঠিন ভাবে ঘৃণা করি। তারপরও তাকে তখন কিছু বললাম না।

তার সব কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম। এভাবে তার সাথে কথা বলতে বলতে একদিন সে আমাকে বলে ফেললো। সে খেয়াল করে বলেছে না বে খেয়ালে বলেছে তা জানিনা। তার কথাটা আমি ধরে ফেললাম। সে বললো: সে এক সময় শিবিরের একনিষ্ঠ কর্মি ছিল।

কোন মামলায় ধরা খেয়ে এখন সে তাবলীগের সাথে মসজিদে মসজিদে থাকে। এভাবে নাকি তাদের অনেকে এরুপ করে। যখনই তারা এমন মামলায় পড়ে তখন তারা এমন ছদ্দবেশে মসজিদে মসজিদে তাবলীগ করে বেড়ায়। তখন থেকে রে ভাই আমিও ভয়ে তাবলীগও ছেড়ে দিলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.