আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কত দ্রুত সামলে গেলে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি কত দ্রুত সামলে গেলে শাফিক আফতাব................... তুমিই খুব দ্রুত নিজকে সামলে নিলে, আমি তো আজো পারিনি __ কী দিব্যি সংসার করেছো শিল্পপাতির, আমি তো আজো পথের ফকির। কবিতার ছন্দ আর শব্দ মেগে দিন যায় আমার শহরের পুরো ফুটপাত ধরে__ কী শীত কী গ্রীষ্ম, খালি পায়ে হাঁটি __ তোমার জন্য একটি নাগিরক কবিতা লিখবো বলে বিষয় খুঁজে বেড়াই, স্মৃতি হাতড়াই__ আজো তবু তোমার জন্য একটি কবিতা হয়ে উঠলো না।

অথচ তুমি সামলে গেছো দুঘর্টনায় যে আঁচড় লেগেছিলো__ কত দ্রুত শুঁকে গেছে, কে বলবে তোমার গর্ভপাত হয়েছিলো ? অথচ সেই গোয়েন্দাকাহিনীতে তোমার কী অঝোর কান্না !! আজ সামলে গেছো, ঘায়ের দাগ, আর কোনো রাগ নেই আমার সাথে তোমার অনুরাগুগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে মহাশূন্যে, এখন বৃষ্টি এলে মনে হয়__ তোমার অনুরাগগুলো বৃষ্টি হয়ে ঝরছে ! তুমি কত দ্রুত সামলে গেছো অথচ, আমি আজো পালিয়ে বেড়াই জীবন থেকে........... ১৮.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।