আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সাভারের গার্মেন্টস কারখানা গুলোতে। ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে আন্দোলন অব্যহত রেখেছে শ্রমিকরা। কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে তারা। অপরদিকে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে হটিয়ে দেয়ার সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে।

জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা শুরু হয়।

এখনো থেমে থেমে এ সংঘর্ষ চলছে। সকালে আশুলিয়া জামগড়া এলাকার শ্রমিকরা নিজ নিজ কারখানায় প্রবেশের পর নূন্যতম ৮ হাজার ৩শ টাকা মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে নেমে পড়েন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলমান বেশ কয়েকটি যানবাহন ও আশপাশের বেশ কিছু কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান।

অপরদিকে, সাভারের হেমায়েতপুর এলাকার স্টান্ডার্ড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে সকাল ৯টার দিকে সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামগড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানাসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান, সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে বলে জানা যায়।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।