আমাদের কথা খুঁজে নিন

   

দেশের তৃতীয় সমুদ্রবন্দর নির্মাণ কাজের উদ্বোধন কাল

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে আন্দারমানিক নদীর তীরে দেশের তৃতীয় সমুদ্র বন্দর 'পায়রা বন্দর' নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এই সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ করতে ১০ বছরে আনুমানিক ১৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে। আগামীকাল মঙ্গলবার এ বন্দর উদ্বোধন করা হবে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের ভেতরে জাহাজ চলাচলের জন্য নিম্নতম ৬/৭ মিটার গভীরতা রয়েছে। চ্যানেলটি প্রায় ৩০ কিলোমিটার লম্বা।

যে কারণে, নৌ-পরিবহন মন্ত্রণালয় রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর (পায়রা বন্দর) বন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করে। নতুন এ বন্দরে গভীর সমুদ্রে বিচরণক্ষম ৮-১০ মিটার ড্রাফটের জাহাজ ধারণের পরিকল্পনা রয়েছে।

বন্দর নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে এতে বলা হয়, দেশের বাইরের কার্গো ও কন্টেইনার ধারণ ও আদান প্রদান, দেশের চলমান দুই সমুদ্র বন্দরের ওপর থেকে চাপ কমানো, ট্রানজিট বাণিজ্যে সহায়তা করা, দেশের দক্ষিণ-মধ্যমাংশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিতকরণ।

এ অঞ্চলে সমুদ্র বন্দর গড়ে উঠলে অর্থনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হবে এবং সার্বিকভাবে জনগণ উপকৃত হবে। মৎস্য প্রক্রিয়াকরণ ও রপ্তানিকরণ হবে, কৃষি খাতে উৎপাদিত পণ্য রপ্তানি সহজতর হবে, শিল্প কারখানা স্থাপনের সম্ভাবনা সৃষ্টি হবে ও স্থানীয় জনগণের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এছাড়া ইউটিলিটি সার্ভিস সম্প্রসারণের ফলে জীবনমান উন্নত হবে। আঞ্চলিক উন্নয়নের ব্যবধান হ্রাস পাবে। পরিবেশ সহায়ক ব্যবস্থাদি নিশ্চিত হবার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.