আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন পোর্টালের ওপর ক্ষেপেছেন প্রসূন, মামলার হুমকি

মডেল ও টিভি অভিনেত্রী প্রসূন এবার ক্ষেপেছেন অনলাইন মিডিয়ার ওপর। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের সমালোচনাও করছেন। অথচ হঠাৎ করে হালে ওঠা এ অভিনেত্রী মাত্র কয়েকদিন আগেই ফেসবুকে তার অশ্লীল ছবি প্রকাশ করে মিডিয়াঙ্গনে সমালোচনার ঝড় তোলেন। তার এ কাণ্ডে অবাক হন মিডিয়া সংশ্লিষ্ট সিনিয়র শিল্পীরাও।

এবার তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় ১০টি অনলাইন ও একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়া হয়েছে। সংশ্লিষ্ট অনলাইন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশের পর কোন প্রতিবাদ জানাননি তিনি।

সম্প্রতি তিনি একটি শ্যুটিং স্পটে মাদকাসক্ত হয়ে উপস্থিত হয়েছিলেন বলে বিভিন্ন মিডিয়ায় খবর ওঠে। এছাড়া তাকে ঘিরে বিভিন্ন মুখরোচক গুঞ্জনও বেগবান হতে থাকে। এরপরই ক্ষেপে যান তিনি।

অবশেষে গত শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন প্রসূন। এক সাংবাদিককে তিনি উক্ত সংবাদ প্রচারের মূল নায়ক হিসেবেও আখ্যা দেন। স্ট্যাটাসে প্রসূন জানান, বিষয়টি সুরাহা হওয়ার আগ পর্যন্ত আর অভিনয় করবেন না তিনি। এ বিতর্কের বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে প্রসূনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।  

প্রসূন আজাদের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-

Monir Zaman খুব চালাকির সাথে www.justnewsbd.com থেকে সব নিউজ মুছে ফেলেছে।

আরও কিছু অনলাইন নিউজ এজেন্সি আছে যেগুলো সম্পূর্ণ illigel. illegel না হলে যেনে শুনে দেখে যাচাই করে খবর ছাপাতো। আমি মামলা শুধু জাস্টনিউজকে নিয়ে করব না। যেই সব পেইজ, সাইট থেকে পোস্ট হয়েছে সবগুলোর নাম এ করব, নোট করা আছে। ওইসব পেইজ আর ওয়েবসাইট এত বেশি প্রচার করেছে যে এমন কেও নাই যে কিনা একবার হলেও দেখেনাই। এই পোস্টগুলোর আরও অস্বস্তিকর দিকগুলো হচ্ছে সাধারণ মানুষের মন্তব্য।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।