আমাদের কথা খুঁজে নিন

   

গ্রন্থ প্রকাশ ও বিপণন কাজে এসএমই ঋণ সুবিধাদেশে এই

একজন

গ্রন্থ প্রকাশ ও বিপণন কাজে এসএমই ঋণ সুবিধাদেশে এই প্রথমবারের মতো সৃজনশীল গ্রন্থ প্রকাশ ও বিপণন করার জন্য উদ্যোক্তারা ১০ শতাংশ বা এর চেয়ে কম সুদে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) ঋণ সুবিধা পেতে যাচ্ছেন। (বাংলাদেশ ব্যাংক) বিবি ফান্ডের আওতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে তাদের এই ঋণ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক খুব শিগগিরই এ ব্যাপারে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র মতে. বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করে জানান, তারা সৃজনশীল গল্পগ্রন্থ, উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধগ্রন্থ ও রম্যরচনা প্রকাশ ও বিপণনের জন্য ব্যাংকে কম সুদে কোনো ঋণ পাচ্ছেন না। ফলে এ খাতের কোনো বিকাশ ঘটছে না। তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কম সুদে ১০ শতাংশ বা এর চেয়েও কমে এসএমই ঋণ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। বিবি ফান্ডের আওতায় চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সৃজনশীল গ্রন্থ প্রকাশ ও বিপণনের জন্য প্রচলিত নীতিমালা অনুসরণ করে পুনঃঅর্থায়ন সুবিধা নিয়ে উদ্যোক্তাদের এই ঋণ সুবিধা দেবে বলে ওই সার্কুলার জারি করা হবে। এ ব্যাপারে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকৌমল সিংহ চৌধুরী ভোরের কাগজকে বলেন, এই ঋণ সুবিধা দেশের সৃজনশীল কবি-সাহিত্যিক ও লেখকদের উৎসাহিত করতে এবং জাতির সাংস্কৃতিক অগ্রগতিতে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। সৃজনশীলরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.