আমাদের কথা খুঁজে নিন

   

এক মিনিটের গল্প- সুখের সন্ধানে।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ব্লগ। অবশেষে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের সন্ধান পেলাম। উনাকে পীর বলা যায়,দরবেশ বলা যায়, সুফী বলা যায়, সাধকও বলা যায়, সবচেয়ে বড় কথা উনি এই পৃথিবীর সুখি মানুষ। আমি উনার শান্তির ঠিকানায় হাজির হয়ে উনার দর্শন চাইলাম।

পলক দেখা মাত্রই আমার চিত্ত জুড়িয়ে গেলো। মন ভরে গেলো অপার আনন্দে। বললাম-আমি বহু দূর থেকে এসেছি আপনার সুখের নিবাসে শান্তির অন্বেষণ করতে। উনি আমাকে বললেন- তুমি মুক্ত চিত্তে ঘুরে দেখো সব। আমার এ শান্তির নীড়ে সব কিছুই আছে।

তুমি চারপাশ একবার ঘুরে আসো। এখানে পাখির কলতান আছে, পাহাড়ের নৈসর্গিক শোভা আছে, ঝরণার ফল্গুধারা আছে, সবুজের বিস্তৃত সমারোহ আছে, বৃক্করাজির শুশীতল ছায়া আছে। তুমি সব কিছু মন ভরে দেখো। আর হ্যাঁ, এই প্রদীপ শিখাটি তোমার হাতে রেখো, দেখো যেন নিভে না যায়। আমি অপরুপ শোভা মাধুর্য্য দেখতে বের হলাম।

ঘন্টা দুয়েক পর দরবেশ আমার পাশে এসে দাঁড়িয়ে জিগ্গাসা করলেন- কেমন দেখলে সব, তোমার মনে কি মন ভরলো। আমি বললাম, সত্যি কথা বলতে কি..প্রদীপ শিখা নিভে যাওয়ার ভয়ে আমার কিছুই ভালো করে দেখা হয়নি। সব সময় ভয় ছিলো যদি নিভে যায়, যদি নিভে যায়। এ কথা শুনে দরবেশ বললেন- এ আগুনের শিখা হাতে রেখেই তোমাকে পৃথিবীর সৌন্দর্য্য , সুখ উপভোগ করতে হবে। একচেটিয়া সুখ উপভোগ করার মতো সুযোগ পৃথিবীর কোথাও তুমি পাবানা, এবং বিধাতাও সেই সুযোগ তোমাকে দিবেননা।

দুঃখ,বেদনা, জরা, গ্লানি, না পাওয়া, রোগ, শোক এসবের মাঝেই তোমাকে পৃথিবীর সুখ খুঁজে নিতে হবে। ( ইহা কোনো মৌলিক লেখা নয়, ভাব সংগৃহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।