আমাদের কথা খুঁজে নিন

   

শেখ জামাল সুপার সিক্সে

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের একে অপরের বিপক্ষে অভিযোগের শেষ নেই। ম্যাচ শেষ হচ্ছে, আর পরাজিত দল আপত্তি জানাচ্ছে নির্দিষ্ট ক্রিকেটারের বিপক্ষে। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের খেলায় ৭০ রানে জিতেছে শেখ জামাল। খেলা শেষ হওয়ার পরপরই আব্দুর রাজ্জাকের বিপক্ষে অভিযোগ করেছে ব্রাদার্স। গোপীবাগের দলটির অভিযোগ, জাতীয় দলের ফিজিও বিভাব সিং বিশ্রামে থাকতে বলেছেন রাজকে।

অথচ সেটা উপেক্ষা করে গতকাল খেলেছেন রাজ্জাক। আর তাতেই অভিযোগ ব্রাদার্সের। অবশ্য ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সদস্য সচিব বিষয়টি ক্রিকেট অপারেশন্সের বলে জানান। গতকাল ম্যাচ জিতে শেষ দল হিসেবে শেখ জামাল জায়গা করে নিয়েছে সুপার সিঙ্। ে সুপার সিঙ্রে অপরাপর দলগুলো-গাজী ট্যাংক, প্রাইম দোলেশ্বর, মোহামেডান, প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রিকেট একাডেমি।

আগের ম্যাচে ব্রাদার্স জিতেছিল। সেবার এক ম্যাচ নিষিদ্ধ হওয়া সোহরাওয়ার্দী শুভকে খেলিয়েছিল দলটি। হেরে অভিযোগ করেছিল শেখ জামাল। তাদের অভিযোগের ভিত্তিতে জরুরি সভা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠায় সিসিডিএম। ডিসিপ্লিনারি কমিটি ফিরতি ম্যাচ আয়োজন করতে বলে সিসিডিএমকে।

সে সঙ্গে ডিসিপ্লিনারি কমিটি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে শুভকে এবং ১ লাখ টাকা জরিমানা করে ব্রাদার্সকে। গতকাল ওয়ালটন প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ খেলায় শুভকে ছাড়াই খেলতে নামে ব্রাদার্স এবং হেরে যায়। রাজ্জাকের সঙ্গে শেখ জামালের জার্সি গায়ে গতকাল খেলেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তবে খেলেননি ব্রাদার্সের পক্ষে তামিম ইকবাল।

প্রথমে ব্যাট করে শেখ জামাল ৫০ ওভারে ৭ উইকেটে ২৮২ রান করে।

জাতীয় দলের সাবেক ওপেনার জহুরুল ইসলাম অমি খেলেছেন দলীয় সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন দুই বিদেশি স্টিভেন ক্রুক ও হ্যামিল্টন মাসাকাদজা। ক্রুক করেন ৫৬ এবং মাসাকাদজা অপরাজিত ছিলেন ৫০ রানে। তবে টর্নেডো গতিতে ব্যাটিং করেছেন রাজ্জাক রাজ। ১৮ বলে ২১৬.৬৭ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৯।

ইনিংসটিতে ৪টি বাউন্ডারি ছাড়াও ছিল ২টি ওভার বাউন্ডারি। ২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে ব্রাদার্স থমকে দাঁড়ায় ৪৬.২ ওভারে ২১২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সাবেক টেস্ট ওপেনার নাফিস ইকবাল। এছাড়া আরেক টেস্ট ক্রিকেটার অলক কাপালি করেন ৪৫ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সফল রাজ্জাক রাজ ৩৪ রানে নেন ৩ উইকেট।

অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন এই বাঁ হাতি স্পিনার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।