আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান জলেঙ্গার ভেতর ঢুকছে এক রঙিন মাছ



আবহমান এক জলেঙ্গার ভেতর ঢুকছে এক রঙিন মাছ শাফিক আফতাব.......... আজ গিলে খাবো রাবারের ক্যাপসুল আজ সোনালী ডিমের থেকে ফুটোবো পুলকের বীজ আজ পুরোপুরি নেবো আমি ডাকমাশুল আজ খুলে দেবো লজ্জার শেমিজ। আজ তোমাকে দেখাবো এক দূরতম দ্বীপের দীপাবলি রাতের নিকষ অন্ধকারে জ্বলে জ্বলে বিচ্ছূরিত করে আনন্দধারা তাই দেখে হাসে আবার আকাশের তারা আকাশে বাতাসে বৃক্ষে বক্ষে নির্জন কক্ষে কত কথা বলাবলি। স্বচ্ছজলের ধারে খুলে ধরেছো ডারকি আবহমান এক জলেঙ্গার ভেতর ঢুকছে এক রঙিন মাছ পিচ্ছিল মাছের শরীরে আবার কামনার পাখি তোমারে সে কত ভালোবাসে। নিশিরাতে খুলে ধরেছো এক সুন্দরের নদী সেথায় আমি জেলে ভাই গান গাই কালনিরবধি। ১৮.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।