আমাদের কথা খুঁজে নিন

   

ইজিবাইকে কঠিন সংগ্রাম

থেমে থাকে না জীবনের চাকা। সেই চাকা সচল রাখতে ঘুরিয়ে চলেছেন গাড়ির চাকা। তাঁকে সবাই সম্মানের সঙ্গে ডাকেন ‘বীথি ড্রাইভার’ বলে। ব্যস্ততম শহরে ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে কঠিন জীবিকার পথ খুঁজে পেয়েছেন বীথি বেগম।
তিনি যশোর শহরের একমাত্র নারী চালক।

পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে বাহনটির হাতল ধরে দিনভর ছুটে চলেন শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এই পেশা গ্রহণ করে বীথি যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন, তেমনি প্রশংসা পাচ্ছেন সবার।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঘরচালা গ্রামে স্বামী-সংসার নিয়ে একসময় মোটামুটি সুখেই ছিলেন বীথি বেগম। কিন্তু নয় বছর আগের একটি দুর্ঘটনা ওলট-পালট করে দেয় তাঁর সংসার। গাছ থেকে পড়ে গুরুতর আহত হন স্বামী জুলফিকার আলী।

ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। জমি-জায়গা সহায়-সম্বল সব বিক্রি করেও শেষরক্ষা হয়নি। এর বছর খানেক পর মারা যান জুলফিকার আলী।
২২ বছর বয়সে স্বামী হারানো বীথি বেগম তখন সন্তানসম্ভবা, আরেক ছেলের বয়স দুই বছর। এরপর দুই সন্তান নিয়ে বীথি চলে আসেন যশোরে, মায়ের সংসারে।

সংসার চালাতে প্রথম দিকে তিনি এলাকায় শাড়ি-কাপড় ফেরি করে বিক্রি করতেন। কিন্তু তাতেও চলছিল না। তাই বছর দুই আগে ইজিবাইক চালানো শুরু করেন।
বীথি জানান, সাহস করে একদিন প্রতিবেশী এক মালিকের কাছ থেকে ৩০০ টাকায় এক দিনের জন্য ভাড়া নেন ইজিবাইক। উপশহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে চালানোও শিখে ফেলেন।

পরের দিনই নেমে পড়েন শহরের পথে। শুরু হয় নতুন পথচলা। তাঁর যাত্রীর অভাব হয় না। যশোর শহর ও শহরতলির প্রায় সব জায়গায় তিনি ইজিবাইক চালান।
চালক হিসেবে বীথিকে পছন্দও করেন অনেক যাত্রী।

এমনই একজন শহরের বাসিন্দা সাচ্চু খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরুষ চালকেরা প্রায়ই বেপরোয়া গতিতে বাইক চালান। কিন্তু উনি (বীথি) তাঁদের মতো নন, দেখেশুনে আস্তে-ধীরে চালান। উনি থাকলে তাঁর বাইকেই উঠি। ’

বীথি বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত ইজিবাইক চালাই।

প্রতিদিন মালিককে ৫০০ টাকা দিয়ে হাতে থাকে ২০০ থেকে ৩০০ টাকা। এতেই কোনোমতে চলছে সংসার। ’

যশোর উপশহর এলাকায় ছোট্ট একটি কক্ষে বীথির সংসার। ভাড়া দিতে হয় মাসে এক হাজার ২০০ টাকা। দুই ছেলে ছাড়াও তাঁর সঙ্গে থাকেন বীথির মা ও নানি।

বীথির বড় ছেলে যশোর উপশহরের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে আর ছোট ছেলে একই প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীতে পড়ছে। নিজে খুব বেশি লেখাপড়া না শিখলেও সন্তান দুটিকে উচ্চশিক্ষায় শিক্ষিত করানোর ইচ্ছা রয়েছে বীথি বেগমের।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।