আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে মুর্তি হারাম বা অবৈধ

ইবনে আব্বাস রাঃ বলেছেন, আমি রাছুলুল্লাহ সাঃ কে থেকে শুনেছি যে, যারা প্রতিমুর্তি তৈরী করে তাদেরকে আল্লাহ ঐ সময় পর্যন্ত শাস্তি দিবেন যতক্ষন পর্যন্ত না তারা ঐ মুর্তিতে প্রান দিতে পেরেছে এবং তারা তা কখনও পারবে না। ইবনে আব্বাস রাঃ আরো বলেছেন, প্রানী ছাড়া অন্যকিছুর যেমন গাছ ইত্যাদির অনুমোদন আছে। (Narrated by al-Bukhaari, 2112; Muslim, 2110). কেয়ামতের দিন মুর্তি নির্মাতাদের কঠোর শাস্তি দেয়া হবে। (Narrated by al-Bukhaari, 5606; Muslim, 2109). রহমতের ফেরেস্তারা ঐ ঘরে যান না যেখানে মানুষ বা প্রানীদের ছবি আছে। Sahih Al-Bukhari Hadith (Hadith 5.338) আরো পাবেনঃ (Narrated by al-Bukhaari, 5607; Muslim, 2108). (Narrated by al-Bukhaari, 5609; Muslim, 2111) এবং গুগল সার্চ যেখানে মুর্তি নির্মানকারীদের এত শাস্তি সেখানে মুর্তির বৈধতার প্রশ্ন আসে কেমনে? এর পরেও যারা বলবেন ইসলামে মুর্তি হারাম নয় তাদের জন্যে নিচের কোরআনের আয়াতঃ ফেরেস্তারা এসেও যদি তাদেরকে প্রমান দেয় তাও তারা বিশ্বাস করবে না। তারা অভিসপ্ত। যারা বুঝতে পারছেন তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের নামে মুর্তি নির্মানের বিরুদ্ধে সোচ্ছার হোন। ক্লিক করুন

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।