আমাদের কথা খুঁজে নিন

   

বাগধারা নিয়ে ছড়া

জীবনকে উপভোগ করতে চাই জ্ঞান অর্জনের মাধ্যমে কে দেখেছো সোনার হরিণ বলো কোন সে জন, ঘোড়ার ডিমে ভাত খাওয়াব তাকেই নিমস্ত্রন । কে দেখেছো পুকুর চুরি দেখছো কে সে চোর। কে তুলেছো আকাশ কুসুম জেগে রাত্রি-ভোর। কে গিয়েছো চাঁদের হাটে করতে বাজিমাৎ, কে দেখেছো কে দেখেছো অমাবস্যার চাঁদ। কে দিয়েছো ডুমুরের ফুল আপন খোঁপার পরে, কে থেকেছো তাসের ঘরে আরাম আয়েশ করে। উপমা আর আলংকারিক রসবোধক অর্থে, অর্থবোধক এর ব্যবহার নয়রে কোন শর্তে। =========

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।