আমাদের কথা খুঁজে নিন

   

আজ নেপালে সাধারণ নির্বাচন

নেপালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে সাংবিধানিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পরিষদের নির্বাচিত সদস্যরা দীর্ঘ প্রতীক্ষিত খসড়া সংবিধান প্রণয়ন করবে। তবে মাওবাদীদের একটি অংশসহ বেশ কয়েকটি দল ভোট বর্জন করায় নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

নির্বাচনের আগের দিন সোমবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান খিলরাজ রেগমি  নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে  নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে সংগঠিত সহিংস ঘটনার নিন্দা জানান। নির্বাচন সামনে রেখে দেশজুড়ে ইতিমধ্যে ৫০ হাজার সেনাসদস্য ও এক লাখ ৪০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে ২০০৮ সালের নেপালের মাওবাদী পার্টি নির্বাচনে জয়ী হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কারণে তারা দীর্ঘ প্রতীক্ষিত খসড়া সংবিধান প্রণয়ণে ব্যর্থ হয়।

এবারের নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা ১ কোটি ২০ লাখ। নেপালের ৬০১আসনের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সাংবিধানিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার জন্য  শতাধিক দলের ১৬ হাজার প্রার্থী অংশ নিচ্ছেন বলে বিবিসি জানিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।