আমাদের কথা খুঁজে নিন

   

ফের উত্তাল আশুলিয়া

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে ফের উত্তাল হয়ে উঠেছে আশুলিয়া। সকালে শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়ে কারখানাগুলো থেকে বের হয়ে যান। উত্তেজিত শ্রমিকরা সকাল পৌনে নয়টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কের পলাশবাড়ীতে সড়ক অবরোধ করে অবস্থান নেয়। এ সময় ‍পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সকাল সোয়া নয়টার দিকে সংঘর্ষ শুরু হয়। এখনও সংঘর্ষ চলছে।

এছাড়া প্রায় একই সময় জামগড়া ছয়তলা এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। সেখানেও এখনো সংঘর্ষ চলছে বলে জানা গেছে। উত্তেজিত শ্রমিকরা এ সময় পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।

এদিকে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া, নরসিংহপুর, জিরাবো এলাকার অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।   বিক্ষুব্ধ শ্রমিকরা বর্তমানে বাইপাইল-আব্দুল্লাপুর সড়কের বিভিন্নস্থানে জড়ো হচ্ছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।