আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে পুড়েছো নারী, আবার প্রেমে পূর্ণ করেছো তুমি



আগুনে পুড়েছো নারী, আবার প্রেমে পূর্ণ করেছো তুমি শাফিক আফতাব............ কত দুঃখ দাও কষ্ট দাও, দাও বেদনার ভার শিশুর মতোন তবু সব ভুলে তোমার কাছে বসি তোমার সাথে তবু মায়ের মতোন অনুরূপ সম্পর্ক প্রগাঢ় জীবনের পথ চলি তবু কত কাছাকাছি। ব্যথা দিয়েছো কত, গনগনে আগুনে পুড়েছো বিরহের ভারে করে গেছে পোড়া জমি তবু তোমাকে ভালোবাসি রুমি যদিও আমার এ হৃদয় তুমি উষর অনুর্বর করেছো। কত শপথ করি, যাবোনা কোনোদিন তোমার দুয়ারে__ প্রেমের আহবানে সংগোপনে নির্জনে ডাকবোনা তোমায় ; তবু কবেই এক আবহমান ইশারায় ফুল ফোটাতে ডাকি তোমারে। আগুনে পুড়েছো নারী, আবার প্রেমে পূর্ণ করেছো তুমি এত সুন্দর, এত মনোহর তাই কি আকাশ পাতাল ভুমি ? ১৯.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।