আমাদের কথা খুঁজে নিন

   

সব দলকে ভোটে চায় ইসি

মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “সব দলের অংশগ্রহণ চায় কমিশন। বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেছি।
“এই বাপারে রাষ্ট্রপতির প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছি।”
দশম সংসদ নির্বাচনের প্রস্তুতি তুলে ধরতেই রাষ্ট্রপতির সঙ্গে সিইসির এই সাক্ষাৎ।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহ নেওয়াজ ও ইসি সচিব মোহাম্মদ সাদিকতে সেঙ্গে নিয়ে বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে পৌঁছান কাজী রকিব। বিকাল সাড়ে ৫টার পর তারা বেরিয়ে আসেন।
সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ারও বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যার দল আন্দোলন চালিয়ে আসছে।   

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।