আমাদের কথা খুঁজে নিন

   

হকি ফেডারেশন ভেঙে দেয়ার দাবি

মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফেডারেশনের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপিটি জমা দিয়েছেন তারা। এই সময় ফেডারেশনের সভাপিত ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। স্মারকলিপিতে খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে একটি গ্রহণযোগ্য অ্যাডহক কমিটি গঠন করার দাবি জানানো হয়। তা না করা হলে হকিতে অচলাবস্থা লেগেই থাকবে বলে উল্লেখ করা হয়। খেলোয়াড় কল্যাণ সমিতি ও ক্লাব ঐক্য পরিষদের দাবি, অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বর্তমান কমিটি।

এ কমিটিতে কিছু অনভিজ্ঞ ও ক্ষমতালিপ্সু কর্মকর্তা রয়েছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন। বর্তমান কমিটির অধীনে কয়েকটি ক্লাব হকির কোন কার্যক্রমে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। তাছাড়া কমিট জাতীয় দলের চার খেলোয়াড়কে নিষিদ্ধ করায় জটিলতা আরো বেড়েছে। তাই স্মারকলিপিতে ক্লাব ঐক্যপরিষদ ও খেলোয়াড় কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতির দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিচালক লোকমান হোসেন ভুইয়া, মেরিনার্স ইয়াংসের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানা, ওয়ারী ক্লাব কর্মকর্তা মোহাম্মদ শহীদউল্লাহ ও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।