আমাদের কথা খুঁজে নিন

   

পাপেট থিয়েটার



দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তজার্তিক সংস্কৃতির সাথে মেলবন্ধন শীর্ষক কর্মসূচীর আওতায় শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজনা করে দুইদিন ব্যাপী পাপেট থিয়েটার প্রর্দশনী। । নানান রংয়ের পুতুলের ,মজার মজার অঙ্গভঙ্গি আর মজার মজার গল্পে শিশু কিশোরেরা কিছুটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিল এক ভিন্ন আনন্দময় জগতে।পাপেটের মুখে শুধু গল্প নয় , গল্পের ছলে শিশুদের শেখানো হয়েছে ভালমন্দের পার্থক্য। শিক্ষামূলক গল্প নির্ভর পাপেট থিয়েটার দেখানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেখানো হয় আগাছা নামের এই পাপেট থিয়েটারটি। পুতুলের মুখে মজার মজার গল্পে শুনে শিশুরাও বেশ আনন্দিত । তাই পাপেট থিয়েটার দেখতে এসে তাদের অনুভুতি প্রকাশ করলো এভাবে। বেশ কয়েকটি গল্পের মধ্যে থেকে বেছে নিল তাদের পছন্দের থিয়েটার শোটি। প্রদশর্নীর শেষ দিনে দেখানো হয় গিট্টু , ষাড় ও কফি, বেড়া , আগাছা ও লিচুচোর নামের চারটি পাপেট থিয়েটার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।