আমাদের কথা খুঁজে নিন

   

২০ দিন পর বিএনপি অফিসে ফখরুল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করতে সকাল ১০টায় ফখরুল কেন্দ্রীয় কার্যালয়ে যান।
এর পরপরই ভারপ্রাপ্ত মহাসচিব তার কার্যালয়ে প্রবেশ করেন এবং তৃতীয় তলায় যুগ্ম মহাসমচিব রুহুল কবির রিজভীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
তারপর জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কর্মসূচিতে যোগ দিতে জাতীয় প্রেস ক্লাবে যান তিনি।
ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আবদুল কুদ্দুস, রফিকুল কবির লাবু, আবদুস সালাম, আতিকুর রহমান আতিক এ সময় বিএনপি কার্যালয়ে উপস্থিত ছিলেন।
সর্বশেষ গত ৩১ অক্টোবর নয়া পল্টন কার্যালয়ে অফিস করেন ফখরুল।

এরপর থেকে  তারপর থেকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি কার্যালয় ঘিরে রাখলে তিনি আর ওদিকে যাননি।
৮ নভেম্বর তিনি গুলশানে সংবাদ সম্মেলন করে তৃতীয় দফায় তিন দিনের হরতাল ঘোষণা করলে ওই রাতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর কয়েকদিন ফখরুলকে প্রকাশ্যে দেখা যায়নি। গণমাধ্যমের সামনেও তিনি আসেননি। অবশ্য অজ্ঞাতস্থান থেকে তিনি টেলিফোনে একাধিকবার সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন ওই সময়।


চার দিন হরতাল শেষে গত ১৩ নভেম্বর দলের চেয়ারপার্সনের কার্যালয়ে দেখা যায় ফখরুলকে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেলে ফখরুলও তার সঙ্গে ছিলেন।        
ফখরুলের ‘অনুপস্থিতির’ এই ২০ দিনে রিজভীসহ কয়েকজন অফিস কর্মচারী নয়া পল্টন কার্যালয়ে অবস্থান করেন।
কার্যালয়ের বাইরে বুধবারও পুলিশ ও আইনশ্ঙ্খৃলা বাহিনীর সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। তবে এর মধ্যেই ভবনের নিচতলায় তারেকের জন্মদিন পালন করে ড্যাব।

 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।