আমাদের কথা খুঁজে নিন

   

জানা অজানা



সাপের কামড়ের প্রাথমিক চিকিতসা : গ্রাম গঞ্জের সব সময়ের একটা সমস্যা সাপের কামড় মণে রাখবেন বাংলাদেশে বেশির ভাগ সাপ বিষহীন। । ১) সাপে কামড়ে মানুষ অনেক সময় আতঙ্কে মারা যান। । কাউকে সাপে কামড় দিলে তাকে আসস্ত করতে হবে ,আতঙ্ক মুক্তকরার চেষ্টা করতে হবে।

। আক্রান্ত মানুষটিকে বেশি আতঙ্কিত হতে দেবেন না। এতে শরীরে অন্য সমস্যাও দেখা দিতে পারে। হ্যার্ট অ্যাটাকও হতে পারে। এমনকি ডায়াবেটিক রোগীদের ব্লাড লেভেল বেড়ে যেতে পারে ২) যত তারাতারি সম্ভব সাপে কামড় দিয়া স্থানের কিছু উপরে এবং নিচে শক্ত করে বেধে দিন ,এমন করলে সে জায়গায় রক্তা সঞ্চালন কম হবে।

ফলে রক্তের মাধ্যমে শরীরে বিষ ছড়ানোর সম্ভাবনাও কম হবে। ৩) কামড় দিয়া স্থান টি যত দূর সম্ভব নড়াচড়া না করাবার চেষ্টা করুন সঞ্চালন যত কম হবে, বিষ ততই কম ছড়াবে। ৪) আক্রান্ত স্থান এর চারপাশে কেটে টিপে রক্ত বের করে দ্দিতে পারেন তবে কোন অবস্থাতেই মুখ লাগাবেন না। । এই কাজ টা সুষ্ট ভাবে না করতে পারলে না করাই ভাল।

। ৫) যত তারাতারি সম্ভব নিকটস্ত হাস্পাতালে নিয়ে এন্টি ভেনম ইঞ্জেকসন এবং ডাক্তারের পরামর্স অনুযায়ি চিকিতসা নিন। সব কথার বড় কথা রুগীকে আতঙ্ক মুক্ত করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.